This Article is From Jul 29, 2019

'এক থা টাইগার' থেকে 'টাইগার জিন্দা হ্যায়' : বাঘের সংখ্যা বাড়ায় বলিউডীয় উল্লাস মোদির!

আমাদের দেশের বাঘরা ভালোই আছে। সোমবার ব্যাঘ্র দিবসে একথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

'এক থা টাইগার' থেকে 'টাইগার জিন্দা হ্যায়' : বাঘের সংখ্যা বাড়ায় বলিউডীয় উল্লাস মোদির!

Tiger Census Report: নিরাপদেই আছে বাঘেরা, মোদি

নিউ দিল্লি:

আমাদের দেশের বাঘরা ভালোই আছে। সোমবার ব্যাঘ্র দিবসে একথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি আরও বলেন, দেশে এখন বাঘের সংখ্যা ৩ হাজার (3,000 tigers)। একই সঙ্গে তিনি প্রকাশ করেন, ২০১৮-র অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন রিপোর্ট (All India Tiger Estimation Report 2018)। 

বাঘ বাঁচানোর বার্তা দিতে গিয়ে ভিনরাজ্যে 'ছেলেধরা'র তকমা পশ্চিমবঙ্গের দম্পতির!

বাঘ সুমারি বলছে, দেশে বেড়েছে বাঘের সংখ্যা। ২০১৪-য় বাঘের সংখ্যা ছিল ২,২২৬। চার বছর পরে ২০১৮-য় সেই সংখ্যা বেড়ে হয়েছে ২,৯৬৭। এক বছরের মধ্যেই তা এখন তিন হাজার। সোমবার সকালে সমীক্ষার এই রিপোর্ট প্রকাশের পর প্রধানমন্ত্রী মোদির মত, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের বাঘেরা অনেক বেশি নিরাপদ। এই কথা নিশ্চয়ই আনন্দ দেবে পশুপ্রেমীদের মনে। 

একই সঙ্গে তিনি বলিউডের তুলনা টেনে এনে বলেন, এক থা টাইগার দিয়ে যে ছবি শুরু হয়েছিল. টাইগার জিন্দা হ্যায় সিক্যুয়েল দিয়ে তা শেষ হয়নি। বাঘেদের গল্প আরও বাড়বে। প্রসঙ্গত, দুটি ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করেন সলমন খান -ক্যাটরিনা কাইফ।

সারিষ্কার জঙ্গলে তিনটি ব্যাঘ্র শাবকের জন্ম- ধরা পড়ল ক্যামেরায়

সেই সঙ্গে আজ দিল্লিতে ভাষণ দিতে গিয়ে মোদি আরও জানান, নয় বছর আগে সেন্ট পিটার্সবার্গ থেকে বলা হয়েছিল, বিশ্বে বাঘের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করতে হবে। ভারত মাত্র চার বছরেই সেটা করে দেখিয়েছে।

.