This Article is From Aug 20, 2019

মৃত ভেবে ছবি তুলতে যেতেই ঝাঁপ দিল চিতাবাঘ!

স্থানীয় সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বাঘটিকে মৃত ভেবেছিলেন আক্রান্ত। সামনে থেকে চিতাবাঘকে দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি।

মৃত ভেবে ছবি তুলতে যেতেই ঝাঁপ দিল চিতাবাঘ!

The leopard sustained heavy injuries on her right leg and head

আলিপুর দুয়ার:

সোমবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা (Falakata) এলাকার এক স্থানীয়ের ওপর আচমকাই ঝাঁপিয়ে পড়ে এক আহত চিতাবাঘ (injured female leopard)। স্থানীয় সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বাঘটিকে মৃত ভেবেছিলেন আক্রান্ত। সামনে থেকে চিতাবাঘকে দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি। তখনই ঘটে এই বিপত্তি। 

বাঘকে বাঁচাতে পদক্ষেপ করছে রাজ্য সরকার, ব্যাঘ্র দিবসে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ঘটনার দিন আন্দাজ সকাল দশটা নাগাদ ডালগাঁও চা এস্টেটের একটি গাড়িতে ধাক্কা খায় চিতাবাঘটি। তারপরেই গুরুতর আহত অবস্থায় পথের মাঝেই পড়েছিল সে। খবর, বাঘটি নাকি পাশের ডালগাঁও বন থেকে বেরিয়ে এশিয়ান হাইওয়ে পার হচ্ছিল।

এরপরেই স্থানীয় মানুষ জড়ো হয়ে দেখতে থাকেন বাঘটিকে। মৃত ভেবে অনেকেই ছবি তুলতে শুরু করেন। তখনই আহত বাঘ বিরক্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে তাঁদের ওপর। 

এই প্রসঙ্গে বিট অফিসার প্রীতম রায় জানিয়েছেন, "জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ (Jaldapara National Park authority) চিতাবাঘকে উদ্ধার করেছে এবং তার চিকিৎসাও শুরু হয়েছে। বাঘটি সুস্থ হয়ে গেলে কর্তৃপক্ষ তাকে আবার জঙ্গলে ছেড়ে দেবে।"

বাঘের হামলায় মৃত্যু কাঁকড়া শিকারির, নিখোঁজ আরও এক মহিলা

প্রসঙ্গত, চিতাবাঘের ডান পা ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। লোকটির আঘাতও গুরুতর নয়।

.