This Article is From Aug 04, 2018

ভারতের প্রথম বেবি স্পা প্রতিষ্ঠিত হল হায়দ্রাবাদে

হাইড্রোথেরাপি, ম্যাসাজ, শরীর চর্চা- সেই স্পা-তে শিশুর জন্য তাদের মা-বাবাকে অফার করা হয়।

ভারতের প্রথম বেবি স্পা প্রতিষ্ঠিত হল হায়দ্রাবাদে।

হায়দ্রাবাদ:

আপনার যদি মনে হয় সারা সপ্তাহ কাজের পর ক্লান্ত বোধ করলে আপনি একটা স্পা-তে গিয়ে রিল্যাক্স করবেন তবে এটা জেনে অবাক হয়ে যাবেন যে শিশুরাও ক্লান্ত বোধ করে। শিশুদেরও ভাল ভাবে বেড়ে ওঠার জন্য মাঝে মধ্যে রিল্যাক্স করার প্রয়োজন হয়। এই কারণেই হায়দ্রাবাদে দেশের প্রথম শিশুদের জন্য একটা স্পা প্রতিষ্ঠিত হয়েছে।

হাইড্রোথেরাপি, ম্যাসাজ, শরীর চর্চা- সেই স্পা-তে শিশুর জন্য তাদের মা-বাবাকে অফার করা হয়।

ওই স্পা-এর তরফে প্রদত্ত সুযোগ সুবিধাগুলো NDTV কে জানানোর সময় NDTV-র প্রতিনিধি স্পা-টা ঘুরে দেখেন। দেখা যায় আনাইরা নামক একটি শিশুকে স্পা-এর জন্য প্রস্তুত করা হয়েছে। নিচে দেখে নিন ছবিঃ

brf9qnko

স্পা-এর কর্ণধার শ্রীমতী কোল্লা জানান, “এই স্পা-এর থেকে অনেক উপকার পাওয়া যায়। যেমন- শিশু তাড়াতাড়ি শিখতে পারে, দ্রুত বৃদ্ধি পায়, সতর্ক থাকে এবং মনোযোগ বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এই কারণেই আমি এই স্পা খুলেছি।“

ল্যরা সেভেনাস নামক এক সাঁতারু, প্রশিক্ষক এবং অ্যাকুয়ারোবিক্স বিশেষজ্ঞ হাইড্রোথেরাপি প্রথম 2005 সালে সাউথ আফ্রিকায় শুরু করেন। তারপর বিশ্বের প্রথম বেবি স্পা লন্ডনে প্রতিষ্ঠা করেন।

.