This Article is From Jan 09, 2019

সাগর মেলা উপলক্ষে আসছে ভারতীয় নৌ-সেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিদের দল

গঙ্গাসাগর মেলাতে শুধু পশ্চিমবঙ্গ থেকেই নয়, প্রতিবেশী রাজ্য বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং প্রতিবেশি রাষ্ট্র নেপাল, ভূটান এবং বাংলাদেশ থেকেও আসেন হাজার হাজার মানুষ। 

সাগর মেলা উপলক্ষে আসছে ভারতীয় নৌ-সেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিদের দল

এই মেলাটিকে কুম্ভমেলার পরেই দেশের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে ধরা হয়।

কলকাতা:

গঙ্গাসাগরে আসন্ন মকরসংক্রান্তির মেলাকে কেন্দ্র করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় নৌ-সেনা। বুধবার নৌ-সেনা'র এক কর্তা জানান,  ভারতীয় নৌ-সেনার প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিরা গঙ্গাসাগরের বিভিন্ন অঞ্চলে দল করে থাকবেন। কোনও অপ্রীতিকর ঘটনায় এক বা একাধিক ব্যক্তির জলে ডুবে যাওয়ার মতো পরিস্থিতি হলে তাঁরা সহায়তা করবেন বলে জানা গিয়েছে। আগামী এক সপ্তাহে গঙ্গাসাগর মেলাতে ১৮ লক্ষ থেকে ২০ লক্ষ মানুষের সমাগম হওয়ার কথা। "প্রতি বছরের মতোই এই বছরেও মেলা চলাকালীন ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি নৌ-সেনা'র প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিরা ছড়িয়ে থাকবেন মেলা চত্বর জুড়ে", জানান ওই কর্তা।

এছাড়াও, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিরাও এখানে থাকবেন বলে জানা গিয়েছে। একদিকে গঙ্গা আরেকদিকে মুড়িগঙ্গার মাঝখানে এই সাগরদ্বীপ। দ্বীপটির তৃতীয় দিকের মুখটি সরাসরি সমুদ্রের সঙ্গে যুক্ত। 

গঙ্গাসাগর মেলাতে শুধু পশ্চিমবঙ্গ থেকেই নয়, প্রতিবেশী রাজ্য বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং প্রতিবেশি রাষ্ট্র নেপাল, ভূটান এবং বাংলাদেশ থেকেও আসেন হাজার হাজার মানুষ। 

এই মেলাটিকে কুম্ভমেলার পরেই দেশের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে ধরা হয়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.