This Article is From Jul 30, 2019

ফের হলুদ-ডোরাকাটা আতঙ্ক, সুন্দরবনে বাঘে টেনে নিয়ে গেল কাঁকড়া ধরতে আসা ব্যক্তিকে

জানা গেছে, বাঘটি যখন ওই ব্যক্তিকে টেনে নিয়ে যাচ্ছিল তখন তাঁর দুই বন্ধু বাঘটির মুখ থেকে ওই ব্যক্তিকে ছাড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হন তাঁরা

ফের হলুদ-ডোরাকাটা আতঙ্ক, সুন্দরবনে বাঘে টেনে নিয়ে গেল কাঁকড়া ধরতে আসা ব্যক্তিকে

সুন্দরবনের কাঁকড়া ধরতে গিয়ে বাঘের খপ্পরে এক ব্যক্তি (নমুনা ছবি)

ক্যানিং, পশ্চিমবঙ্গ:

কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের (Tiger) পেটে যেতে হল এক ব্যক্তি। পশ্চিমবঙ্গের (West Bengal) সুন্দরবনে (Sundarbans) রোজকার মতই কাঁকড়া ধরতে যান কয়েকজন। সেইসময়েই একটি বাঘ হামলা চালিয়ে তাঁদের মধ্যে থেকে একজনকে ধরে জঙ্গলের ভিতরে টেনে (dragged away by a tiger) নিয়ে যায় বলে জানিয়েছেন বন দফতরের এক আধিকারিক। সোমবারই দেশ জুড়ে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস (International Tigers Day) পালন করা হয়েছে। ঠিক সেই দিনেই দক্ষিণ ২৪ পরগনার এক গ্রামের বাসিন্দাকে টেনে নিয়ে গেল বাঘ। "বছর আটচল্লিশের অর্জুন মণ্ডল কাঁকড়া ধরতে জঙ্গলের কাছে গেছিলেন। সেই সময়েই হঠাৎ বাঘটি  ঝাঁপিয়ে পড়ে তাঁর ঘাড় কামড়ে ধরে তাঁকে জঙ্গলে টেনে নিয়ে যায়। রজতজুবুলি গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি তাঁর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে  সড়কখালি জঙ্গলের খাঁড়ির মধ্যে ঢুকে কাঁকড়া ধরছিলেন", জানিয়েছেন বন দফতরের এক আধিকারিক।

'এক থা টাইগার' থেকে 'টাইগার জিন্দা হ্যায়' : বাঘের সংখ্যা বাড়ায় বলিউডীয় উল্লাস মোদির!

তিনি এও জানান যে আচমকা ওই হামলার রেশ সামলে অর্জুন মণ্ডলের সঙ্গের দুই বন্ধু ধ্রুব মণ্ডল ও পরিতোষ মণ্ডল বাঘটিকে ধাওয়া করলেও বন্ধুকে বাঁচাতে ব্যর্থ হন তাঁরা।

"তাঁরা জঙ্গল থেকে ফিরে এসে ঘটনার কথা অর্জুন মণ্ডলের পরিবার ও সজনেখালি রেঞ্জ অফিসে জানান। তারপরেই রেঞ্জ অফিসের পক্ষ থেকে ওই এলাকায় তল্লাশি চালানো হয়, কিন্তু এখনও পর্যন্ত বাঘে টেনে নিয়ে যাওয়া ওই ব্যক্তির সন্ধান মেলেনি", জানান বন দফতরের ওই আধিকারিক।

সুন্দরবনে (Sundarbans) এই নিয়ে চলতি মাসে মানুষকে বাঘে টেনে (dragged away by a tiger) নিয়ে যাওয়ার ৩ টি ঘটনা ঘটলো বলে জানান তিনি।

বাঘকে বাঁচাতে পদক্ষেপ করছে রাজ্য সরকার, ব্যাঘ্র দিবসে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

এদিকে ২০১৯-এর ব্যাঘ্র শুমারি অনুযায়ী এ দেশে বাঘের (Tiger) সংখ্যা বেড়েছে বলে সোমবার (International Tigers Day) জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ২০১৪ সালে যেখানে এদেশে ১,৪০০টি বাঘ ছিল, এখন তা বেড়ে ২,৯৭৭ সংখ্যায় পৌঁছেছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.