This Article is From May 21, 2018

"ব্রাইব রেট কার্ড" নিয়ে হোয়াটস অ্যাপ মেসেজের জেরে উত্তরপ্রদেশে 18 পুলিশের বদলি

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ল এন্ড অর্ডার) প্রবীণ কুমার জানিয়েছেন, মেসেজটিতে গুরুতর অভিযোগ উঠেছে

তদন্তের স্বচ্ছ্বতার জন্য সেই পুলিশদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে (রিপ্রেসেন্টেশনাল)

লাখনৌ: একটি হোয়াটস অ্যাপ মেসেজে "ব্রাইব রেট কার্ড" প্রকাশ্যে আসার জেরে শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশ তাদের নয়ডা ক্রাইম ব্রাঞ্চ থেকে 18 জনের বদলি করলেন এবং তদন্তের নির্দেশ দিলেন।

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ল এন্ড অর্ডার) প্রবীণ কুমার জানিয়েছেন, মেসেজটিতে গুরুতর অভিযোগ উঠেছে।

কিভাবে এক্ষেত্রে ঘুষ নেওয়া হচ্ছে তার তথাকথিত বিবরণ সহ সোশ্যাল মিডিয়াতে যে হোয়াটস অ্যাপ মেসেজটি ঘুরপাক খাচ্ছে সেই সম্পর্কে সাংবাদিকরা মিস্টার কুমারকে লখনউতে তাঁর ডেইলি ব্রিফিংয়ের জন্য কিছু বলতে বলেন।

ডিআইজি বলেন, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (সিটি) এটির বিশদ তদন্তের নির্দেশ দিয়েছেন।

যে মানুষটির ফোন থেকে মেসেজটি পাঠানো হয়েছিল বলে মনে করা হচ্ছে, তিনি অস্বীকার করেন বলে মিস্টার কুমার জানালেন।

মেসেজটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই নয়ডার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নয়ডা ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অপারেশন্স গ্রুপের (এসওজি) 18 জনকে পুলিশ লাইনে বদলি করেছেন।

মিস্টার কুমার জানালেন, স্বাধীন ও ন্যায্য তদন্তের জন্য তাঁদের বদলি করা হয়েছে।

বিভিন্ন পুলিশ আধিকারিকদের মধ্যে কত অঙ্কের টাকা ঘুষ হিসেবে দেওয়া হবে তার একটি তালিকাও মেসেজটিতে রয়েছে।

জনৈক ইন্সপেক্টরের জন্য তালিকা অনুযায়ী 90 হাজার টাকা দেওয়ার কথাও উল্লেখ আছে।

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.