
ইতিমধ্যেই শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে।
হাইলাইটস
- বিউটি পার্লারে মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন
- মধ্য কলকাতার একটি বিউটি পার্লারে এই ঘটনাটি ঘটেছে
- ইতিমধ্যেই শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে
বিউটি পার্লারে মহিলাকে গণধর্ষণের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। তিলজলার একটি বিউটি পার্লারে এই ঘটনাটি ঘটেছে।
ইতিমধ্যেই শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি কাজ দেওয়ার নাম করে ওই মহিলাকে বিউটি পার্লারে ডেকে নিয়ে এসে একবার ধর্ষণ করা হয়।
কলেজে তোলাবাজি করলেই ব্যবস্থা, আশ্বাস শিক্ষামন্ত্রীর
ঘটনাটি ফ্রেম বন্দি করে আরও দু'জন। পরে সেই ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে আরও বেশ কয়েকবার ধর্ষণ করা হয়েছে।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই কাণ্ডে আরও কেউ জড়িত কিনা তা জানার চেষ্টা হচ্ছে।