This Article is From Jan 24, 2020

ভারতের অর্থনৈতিক সঙ্কট সাময়িক, কেটে যাবে, আশা প্রকাশ করলেন আইএমএফ প্রধান

ভারতের অর্থনৈতিক ঝিমুনি সাময়িক। আইএমএফ প্রধান ক্রিস্টিনা জর্জিয়েভা শুক্রবার একথা জানিয়ে আশা প্রকাশ করলেন, এই পরিস্থিতি দ্রুত বদলে যাবে।

ভারতের অর্থনৈতিক সঙ্কট সাময়িক, কেটে যাবে, আশা প্রকাশ করলেন আইএমএফ প্রধান

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে একথা বলেন তিনি।

দাভোস:

ভারতের অর্থনৈতিক ঝিমুনি সাময়িক। আইএমএফ প্রধান ক্রিস্টিনা জর্জিয়েভা শুক্রবার একথা জানিয়ে আশা প্রকাশ করলেন, এই পরিস্থিতি দ্রুত বদলে যাবে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে একথা বলেন তিনি। তিনি আরও দাবি করেন, অক্টোবর ২০১৯-এ আইএমএফ যখন বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্পর্কে ঘোষণা করেছিল তার থেকে ২০২০ সালের জানুয়ারির পরিস্থিতি অনেকটা ভাল।  তিনি বলেন, সাম্প্রতিক বাণিজ্যিক উত্তেজনা খানিক প্রশমিত হয়েছে চিন ও আমেরিকার মধ্যে প্রথম বাণিজ্যিক চুক্তির পর। পাশাপাশি কর ছাড়ের বিষয়টিও উল্লেখ করে তিনি বলেন, এগুলি সদর্থক দিক। তবে তিনি বলেন, বিশ্ব অর্থনীতির পক্ষে ৩.৩০ শতাংশ বৃদ্ধির হার মোটেই ভাল ব্যাপার নয়।

তিনি বলেন, ‘‘গতি এখনও স্লথ। আমরা চাই অর্থনৈতিক নীতি আরও আক্রমণাত্মক হোক। এবং আমরা চাই আরও গতি এবং পরিকোঠামোগত পুনর্বিন্যাস।''

উদীয়মান বাজার প্রসঙ্গে তিনি বলেন, তারাও এগিয়ে চলেছে।

তিনি আরও বলেন, ‘‘আমরা ভারতের মতো বড় বাজারে একটা অধোগতি লক্ষ করেছি। কিন্তু আমরা বিশ্বাস করি এটা সাময়িক। আমরা আশা করি পরিস্থিতি বদলাবে। কয়েকটি উজ্জ্বল আলোকবৃত্তও রয়েছে। যেমন ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম।''

পরে তিনি বলেন, আফ্রিকার কয়েকটি দেশেরও উন্নতি হয়েছে। কিন্তু কিছু দেশের পরিস্থিতি ভাল নয়। যেমন মেক্সিকো।

তিনি বলেন, ‘‘আমরা বসবাস করছি অনেক বেশি ঝুঁকিবহুল পৃথিবীতে। এটা সবে মাত্র জানুয়ারি। এবং আগামীতে এমন ঘটনা রয়েছে যা বিশ্ব অর্থনীতির জন্য ঝুঁকিবহুল।''

.