This Article is From Nov 20, 2018

বিশ্ব টয়লেট দিবসে মহিলাদের এক বিশেষ উপহার দিল আইআইটি দিল্লির ছাত্ররা

#স্ট্যান্ডআপঅ্যান্ডপিফরইয়োরসেলফ ক্যাম্পেনের অংশ হিসাবে মাত্র দশ টাকা মূল্যের এই যন্ত্রটার প্রায় এক লক্ষ ফ্রি স্যাম্পেল দেশজুড়ে মহিলাদের মধ্যে বন্টন করা হবে।

বিশ্ব টয়লেট দিবসে মহিলাদের এক বিশেষ উপহার দিল আইআইটি দিল্লির ছাত্ররা

মাসিক চলাকালীনও এই যন্ত্রটা মহিলারা ব্যবহার করতে পারবে।

নিউ দিল্লি:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলোজি (আইআইটি) দিল্লির ছাত্ররা মহিলাদের অপরিষ্কার পাবলিক টয়লেট ব্যবহার থেকে রেহাই দেওয়ার উদ্দেশ্যে একটা “স্ট্যান্ড অ্যান্ড পি ডিভাইস” আবিষ্কার করেছে। “স্নেফ (স্যানিটেশন অ্যান্ড ফিমেল)” #স্ট্যান্ডআপঅ্যান্ডপিফরইয়োরসেলফ ক্যাম্পেন শুরু করে গতকাল বিশ্ব শৌচালয় দিবসে লঞ্চ করা হয়েছে এবং তার আগে এআইআইএমএস পরীক্ষা ও ব্যবহার করে দেখেছে। ক্যাম্পেনের অংশ হিসাবে মাত্র দশ টাকা মূল্যের এই যন্ত্রটার প্রায় এক লক্ষ ফ্রি স্যাম্পেল দেশজুড়ে মহিলাদের মধ্যে বন্টন করা হবে।

“অপরিষ্কার পাবলিক টয়লেট ব্যবহারের জন্য প্রতি দুইজন মহিলার মধ্যে একজনের ইউনিরারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) দেখা দেয়। মহিলাদের এই সমস্যার কথা মাথায় রেখেই, তারা যাতে টয়লেট সিটের থেকে দূরত্ব বজায় রেখেই প্রস্রাব করে ইনফেকশনের সম্ভাবনা কমাতে পারে সে উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল”, স্নেফের সহ-উদ্ভাবক, বিটেক ছাত্র অর্চিত আগরওয়াল জানান।

দূষণ রুখতে একদিনে ১.৭০ লক্ষ চারাগাছ লাগিয়ে রেকর্ড গড়ল নয়ডা

“স্নেফ মহিলাদের কষ্ট করে প্রস্রাব চেপে রাখার যন্ত্রণা থেকেও মুক্তি দেবে। গর্ভবতী মহিলা, আরথ্রাইটিস আছে এমন মহিলা, শারীরিক প্রতিবন্ধীদের বিশেষ সাহায্য করবে স্নেফ। এছাড়া ট্রেন, বাস, রেল স্টেশনে অপরিষ্কার পাবলিক টয়লেট ব্যবহারের হাত থেকেও রেহাই পাওয়া যাবে”, জানান তিনি।

পরিবেশবান্ধব স্নেফ এমন পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে যা জলের সংস্পর্শে এলেও কোনও ক্ষতি হবে না। আর এমন ভাবে ডিজাইন করা হয়েছে যা মহিলারা মাসিক চলাকালীনও ব্যবহার করতে পারবে।

“বিশেষ ডিজাইনের জন্য স্নেফ এক হাতে ধরেই ব্যবহার করা সম্ভব। যে সব মহিলারা ভারতীয় ট্র্যাডিশনাল পোশাক পরেন তাদের ব্যবহার করতেও কোনও সমস্যা হবে না। এছাড়াও বস্তুটি ত্বকেরও কোনও রকম ক্ষতি করবে না এবং কোনও রকম জ্বালা বা চুলকানি হওয়ার সম্ভাবনাও থাকবে না”, জানিয়েছেন অর্চিত।  

আরও দেশের খবর পড়ুন এখানে। 

.