This Article is From Apr 17, 2020

বাজারে ভিড় নয়, প্রয়োজনে নামানো হবে সশস্ত্র পুলিশ: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী জানান, এই মুহূর্তে হাওড়া এবং উত্তর ২৪ পরগনা অত্যন্ত স্পর্শকাতর জেলা। সমস্ত রেড জোনকে দু’সপ্তাহের মধ্যে অরেঞ্জ জোন করার কথাও বলেন তিনি।

বাজারে ভিড় নয়, প্রয়োজনে নামানো হবে সশস্ত্র পুলিশ: মুখ্যমন্ত্রী

লকডাউনের নিয়ম না মানলে সশস্ত্র পুলিশ নামানোর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।

হাইলাইটস

  • লকডাউনের নিয়ম না মানলে সশস্ত্র পুলিশ বাহিনী নামবে বলে জানান মুখ্যমন্ত্রী
  • রেড জোনগুলিকে দু’সপ্তাহের মধ্যে অরেঞ্জ জোনে পরিবর্তিত করতে হবে বলেও জানান
  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন

বাজারে ভিড় করা চলবে না। বেরোতে হবে মাস্ক (Mask) পরে। লকডাউনের (Lockdown) নিয়ম মান্য না করলে সশস্ত্র পুলিশ বাহিনী নামানো হবে বলে শুক্রবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশেষ করে রেড জোনের ক্ষেত্রে। জানিয়ে দিলেন নিয়ম না মানলে সশস্ত্র পুলিশ বাহিনী নামানো হবে হাওড়া, কলকাতার রেড জোনে। শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকের সময় মুখ্যমন্ত্রী এমনই হুঁশিয়ারি দিলেন। তবে জানিয়ে দিলেন আধা সেনা মোতায়েন করার কোনও প্রয়োজন নেই। বাজারে ভিড় না কমলে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, এই মুহূর্তে হাওড়া অত্যন্ত স্পর্শকাতর জেলা। অত্যন্ত স্পর্শকাতর উত্তর ২৪ পরগনাও। বৈঠকে এই কথা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, সমস্ত রেড জোনকে দু'সপ্তাহের মধ্যে অরেঞ্জ জোন করতে হবে। উদাহরণস্বরূপ বলেন, রাজ্যের চতুর্থ হটস্পট হিসেবে চিহ্নিত পূর্ব মেদিনীপুর এরই মধ্যে অরেঞ্জ জোন হয়ে গিয়েছে।

করোনা সংক্রমণ দ্বিগুণ হচ্ছে ৬.২ দিনে, লকডাউনের আগে লাগত ৩ দিন

তিনি বলেন, উত্তর কলকাতার কিছু ওয়ার্ড ও হাওড়ায় আরও ভাল করে লকডাউন করতে হবে। প্রয়োজন পড়লে পুলিশ বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে। কিন্তু মেলামেশা বন্ধ করতে হবে বলে জানিয়ে দেন তিনি। বাজারে যেন কোথাও একসঙ্গে পাঁচজনের বেশি মানুষ একত্রিত না হন। অন্তত আগামী ৭-১০ দিন এটা মেনে চলতেই হবে বলে তিনি জানান।

মাস্ক না পরলে মিলবে না পেট্রল-ডিজেল, নয়া নিয়ম রাজ্যের পেট্রল পাম্পে

রাজ্যের ১০টি জেলাতে কোনও সংক্রমণ দেখা যায়নি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটা বজায় রাখতে হবে।

রাজ্যে কিছু প্রশাসন‌িক পরিবর্তন হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদে মসজিদে ভিড় করার কারণে সেখানকার পুলিশ সুপারিটেন্ডেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমানের জেলাশাসককে সরতে হল চুরুলিয়া কোয়ারান্টাইন কেন্দ্রকে ঘিরে সংঘর্ষের কারণে। সেখানে গ্রামবাসীরা পুলিশকে পাথর ছুঁড়ে মেরেছিল বলে জানা গিয়েছে। পাশারাসি রেশন সরবরাহ নিয়ে অভিযোগের কারণে খাদ্য সরবরাহ দফতরের সচিবকেও সরানো হয়েছে বলে জানানো হয়। রেশন বিতরণের সময় বিডিও-কে সেখানে উপস্থিত থাকতে বলে জানান মুখ্যমন্ত্রী। ৫ কেজি করে চাল ও গম মাসিক হিসেবে দেওয়া হবে জানিয়ে দেন তিনি।

এদিন পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করে তাঁদের কোয়ারান্টাইন করার কথাও বলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন কোভিড আইন না মানলে এফআইআর দায়ের করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

এদিনের বৈঠকে প্রশাসনের তরফে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৪ জন।

.