This Article is From Nov 21, 2019

শীত ভাসবে তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে, 'রাখি'বন্ধনে অপর্ণা-অরিন্দম

ডিসেম্বর উৎসবের মাসও বটে। সেই উৎসবের আঁচ বাড়াতে ৬-৮ ডিসেম্বর শুরু হতে চলেছে তৃতীয় তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব।

শীত ভাসবে তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে, 'রাখি'বন্ধনে অপর্ণা-অরিন্দম

উৎসবের আঁচ দক্ষিণ ভারতেও

কলকাতা:

ডিসেম্বর ছুটির মাস। ডিসেম্বর খ্রিস্টমাস। ডিসেম্বর তাই উৎসবের মাসও বটে। সেই উৎসবের আঁচ বাড়াতে ৬-৮ ডিসেম্বর শুরু হতে চলেছে তৃতীয় ( 3rd edition) তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব (Telangana Bengali Film Festival)। বাঙলা ও প্রবাসী বাঙালির এই মহামিলন ক্ষেত্রের আয়োজক হায়দ্রাবাদ বেঙ্গলি সমিতি (Hyderabad Bangalee Samity), তেলেঙ্গানার পর্যটন ও শিল্প-সংস্কৃতি বিভাগ, মুভিং ইমেজেস অ্যান্ড উৎসব কালচার অ্যাসোসিয়েশন। তিনদিনের এই উৎসবের আসর বসবে বানঞ্জারা হিলসের প্রসাদ ফিল্মস থিয়েটারে। উৎসবের মুখ শাশ্বত চট্টোপাধ্যায়।

‘পার্সেল' খুলতেই পুরস্কার! 25th KIFF-এ ‘সেরা পরিচালক' ইন্দ্রাশিস আচার্য

গত দু-বছরের মতো স্বল্প এবং পূর্ণ দৈর্ঘ্যের ছবি থাকবে উৎসব আঙিনায়। ১১টি বাংলা ছবি দেখানো হবে সেখানে। তালিকায় নাম উঠেছে, বহমান, ঘরে বাইরে আজ, মিতিন মাসি, পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই, সহবাসে, কলকাতায় কোহিনূর, সামসারা, হৃদমাঝারে, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, নির্বাণ এবং আমি জয় চ্যাটার্জি। দেখানো হবে তিনটি আন্তর্জাতিক ছবি--- বাই দ্য গ্রেস অফ গড, লাভলেস, ওদে টু মাই ফাদার। ডক্যু ফিল্মের তালিকায় থাকছে দ্য সিক্স এলিমেন্ট, বিয়ন্ড ড্রিমস, ক্যানভাস, হাই টু বিকাম এ রেপিস্ট, ভরম, চোর, পকেটমার, ভানুসিংহ।

সোমবার, আবির চট্টোপাধ্যায়ের জন্মদিনে আয়োজক সংস্থার পক্ষ থেকে অভিনেতাকে আমন্ত্রণ জানানো হয়। আবিরের দুটি ছবি দেখানোর পাশাপাশি দর্শকদের মুখোমুখিও হবেন তিনি। এক ভিডিও বার্তায় জানানো হয়েছে উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে:

উৎসবে দ্যুতি ছড়াতে উপস্থিত থাকবেন অপর্ণা সেন, রাখি গুলজার, ব্রাত্য বসু, অরিন্দম শীল, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন দত্ত সহ একঝাঁক তারকা।

.