This Article is From Oct 07, 2019

১০,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে HSBC, কেন এমন পদক্ষেপ

যাঁদের বেতন বেশি, তাঁদের চাকরি আগে যাবে। এই মাসের শেষে ত্রৈমাসিক ফলাফল প্রকাশিত হলে ব্যাঙ্কের তরফে ছাঁটাইয়ের ঘোষণা শুরু হবে।

১০,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে HSBC, কেন এমন পদক্ষেপ

ব্যাঙ্কের অন্তর্বর্তী সিইও নোয়েল কুইন পুরো ব্যাঙ্কিং গ্রুপেরই ব্যয় হ্রাস করতে চান।

হাইলাইটস

  • দশহাজার কর্মী ছাঁটাই করবে এইচএসবিসি ব্যাঙ্ক
  • যাঁদের বেতন বেশি, তাঁদের চাকরি আগে যাবে
  • বর্তমান বিশ্ব পরিস্থিতির চ্যালেঞ্জের সম্মুখীন হয়েই এই সিদ্ধান্ত
নয়াদিল্লি:

ব্রিটেনের এইচএসবিসি (HSBC) ব্যাঙ্ক (HSBC Bank) ব্যয় সংঙ্কোচন করতে দশহাজার কর্মী ছাঁটাই করবে। অন্তর্বর্তী সিইও নোয়েল কুইন পুরো ব্যাঙ্কিং গ্রুপেরই ব্যয় হ্রাস করতে চান। রবিবার ‘ফিনান্সিয়াল টাইমস'-এ প্রকাশিত প্রতিবেদন থেকে একথা জানা গিয়েছে। ওই সংবাদপত্র অনুযায়ী, যাঁদের বেতন বেশি, তাঁদের চাকরি আগে যাবে। এই মাসের শেষে ত্রৈমাসিক ফলাফল প্রকাশিত হলে ব্যাঙ্কের তরফে ছাঁটাইয়ের ঘোষণা শুরু হবে। জন ফ্লিন্ট চলে যাওয়ার পরে কুইনকে আগস্টে অন্তর্বর্তী সিইও করা হয়। ব্যাঙ্ক জানিয়েছিল, বর্তমান বিশ্ব পরিস্থিতির চ্যালেঞ্জের সম্মুখীন হয়েই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের। এই মামলায় জড়িত এক ব্যক্তি রয়টার্সকে এই তথ্য দিয়েছেন।

বিদেশ ঘোরানোর নামে ৪০ কোটির প্রতারণা! ভ্রমণ সংস্থা কক্স অ্যান্ড কিংসের বিরুদ্ধে মামলা

তবে এইচএসবিসি এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে।

অসমের নাগরিকপঞ্জী অভ্যন্তরীণ বিষয়, চোখ খোলা রাখছি, বলল বাংলাদেশ

দেখুন ভিডিও

.