This Article is From Sep 22, 2019

“অবশ্যই হবে”, ডোনাল্ড ট্রাম্পের “দারুণ দিন”-র জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদি

Howdy, Modi News: হাউডি মোদি অনুষ্ঠানে উপস্থিত ৫০,০০০ ইন্দো-আমেরিকান নাগরিক, সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে ভিড় জমছিল

“অবশ্যই হবে”, ডোনাল্ড ট্রাম্পের “দারুণ দিন”-র জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদি

ডোনাাল্ড ট্রাম্প বলেন, তাঁকে হাউডি মোদি অনুষ্ঠানে যোগ দিতে বলেছিলেন প্রধানমন্ত্রী মোদি

হাইলাইটস

  • হাউস্টনে একমঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প
  • ডোনাল্ড ট্রাম্প ট্যুইট করেন, “একটা দারুণ দিন কাটবে”
  • “অবশ্যই হবে...আপনার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রয়েছি” জবাব প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি:

হাউডি মোদি অনুষ্ঠানে রওনা হওয়ার আগে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, হাউডি মোদি অনুষ্ঠানে প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ-রএদিকে তাকিয়া রয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের ট্যুইটের জবাব দেন তিনি। ট্যুইটে ডোনাল্ড ট্রাম্প লেখেন, “হাউস্টনে আমার বন্ধুর সঙ্গে থাকব। দারুণ দিন কাটবে”। হাউডি মোদি অনুষ্ঠানে রওনা হওয়ার আগে, সাংবাদিকদের হোয়াইট হাউসে তিনি বলেন, “আমরা হাউস্টনে যাব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বহু মানুষের সমাগম হবে ভরা স্টেডিয়ামে”। তিনি বলেন, “যদি তিনি (নরেন্দ্র মোদি) আমায় তাঁর সঙ্গে যেতে বলতেন, আমরা একটা ভাল সম কাটাতাম”। হাউস্টন রওনা হওয়ার আগে, তাঁকে উদ্ধৃত করে জানিয়েছে পিটিআই।তিনি বলেন, “আমি শুনেছি ওখানে ব্যাপক জমায়েত হবে”। সেই ট্যুইটের পাল্টা ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্প ছাড়াও, আমেরিকায় থাকা ইন্দো-আমেরিকানরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেন এবং আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বার্তা দেওয়া হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পরেই, বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অনুষ্ঠানে পারফর্ম করেন টেক্সাসহ বিভিন্ন জায়গার শিল্পী।

.

(PTI থেকে পাওয়া তথ্য)

.