This Article is From Sep 22, 2019

Howdy, Modi: হাউস্টনের LIVE Updates: “হাউডি মোদি” অনুষ্ঠানে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Howdy Modi Live Updates: হাউডি মোদি অনুষ্ঠানে প্রায় ৫০,০০০ এর বেশী ভারতীয় সম্প্রদায়ের মানুষ উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে, থাকবেন ডোনাল্ড ট্রাম্পও

Howdy, Modi: হাউস্টনের LIVE Updates: “হাউডি মোদি” অনুষ্ঠানে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Howdy, Modi! In Houston: প্রধানমন্ত্রী ট্যুইট করেন, “হাউডি হাউস্টন! হাউস্টনে ঝকঝকে বিকেল"।

হাউস্টন, টেক্সাস:

শনিবার আমেরিকা পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেক্সাসে “হাউডি মোদি” অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। হাউডি মোদি অনুষ্ঠানে প্রায় ৫০,০০০ এর বেশী ভারতীয় সম্প্রদায়ের মানুষ উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। উপস্থিত থাকবেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। নরেন্দ্র মোদির সঙ্গে একমঞ্চা থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও মার্কিন সাংসদ, বিশিষ্ট ইন্দো-মার্কিন নাগরিক এবং প্রায় ৪০০ শিল্পী থাকবেন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে

প্রধানমন্ত্রী ট্যুইট করেন, “হাউডি হাউস্টন! হাউস্টনে ঝকঝকে বিকেল। আগামিকাল এই গতিশীল এবং শক্তির শহরে অনেক অনুষ্ঠানের দিকে তাকিয়ে”।  

ভারতীয় ও ইন্দো-ভারতীয়দের প্রধানমন্ত্রী মোদি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে মনে করা হচ্
হচ্ছে। একটি বাণিজ্যিক চুক্তি নিয়ে ভারত ও আমেরিকা সহমতে পৌঁছায়নি, ফলে এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক চাপিয়েছে আমেরিকা। অনুষ্ঠানে পর, একটি সীমিত বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা করবেন নরেন্দ্র  মোদি এবং ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের প্রেস সচিব স্টিফেন গ্রিসম্যান বলেন, “ভারত ও আমেরিকার মানুষের মধ্যে বন্ধন জোরালো করতে এটা একটা বড় সুযোগ, বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে পুরানো গণতন্ত্রের সঙ্গে  সম্পর্ক মজবুত করার ক্ষেত্রেও সুযোগ”। গত সপ্তাহে “হাউডি মোদি”র তাৎপর্য সম্পর্কে বলেন স্টিফেন গ্রিসম্যান।

"হাউডি মোদি" অনুষ্ঠানের লাইভ আপডেট দেখুন এখানে: 

Sep 22, 2019 22:57 (IST)

Howdy Modi Houston Event:"আমি বন্ধুত্ত্ব, উষ্ণতা, শক্তি পেয়েছি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে", বললেন প্রধানমন্ত্রী মোদি

 "এবং আমি বলতে পারি, আমার একটি সুযোগ হয়েছিল তাঁর সঙ্গে বৈঠকের এবং প্রত্যেকবার আমি তাঁর মধ্যে উষ্ণতা, বন্ধুত্ত্ব, শক্তি খুঁজে পেয়েছি", বললেন প্রধানমন্ত্রী মোদি

Sep 22, 2019 22:50 (IST)

BREAKING:Howdy Modi in Houston:"আমেরিকার সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক", বললেন প্রধানমন্ত্রী মোদি

"ভারত এবং সারা বিশ্বের ভারতীয়দের শুভেচ্ছা। বন্ধুগণ, এই সকালে, আমেরিকার সঙ্গে আমাদের বাল সম্পর্ক" হাউডি মোদি অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী

Sep 22, 2019 22:47 (IST)

ম়ঞ্চে প্রধানমন্ত্রী মোদি ও ডোনাল্ড ট্রাম্প





Sep 22, 2019 22:02 (IST)

Howdy Modi Houston event news:"এই অসাধারণ ভালবাসার জন্য হাউস্টনকে ধন্যবাদ", ট্যুইট প্রধানমন্ত্রীর দফতরের


Sep 22, 2019 22:00 (IST)

Howdy Modi Updates: NRG স্টেডিয়ামের মঞ্চে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Sep 22, 2019 21:55 (IST)

Howdy Modi Live Updates: হাউডি মোদি অনুষ্ঠানে মার্কিন সেনেটরদের সঙ্গে করমর্দন প্রধানমন্ত্রী মোদির


Sep 22, 2019 21:53 (IST)

Howdy Modi Latest News: "হাউডি মোদি" অনুষ্ঠানে মঞ্চের দিকে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি


Sep 22, 2019 21:47 (IST)

SEE PICS:"হাউডি মোদি" অনুষ্ঠানমঞ্চে প্রধানমন্ত্রী মোদি, মার্কিন সেনেটরদের সঙ্গে করমর্দন

Sep 22, 2019 21:44 (IST)

BREAKING: হাউডি মোদির মঞ্চে প্রধানমন্ত্রী, সমবেত রবে মুখরিত স্টেডিয়াম

BREAKING: হাউডি মোদির মঞ্চে প্রধানমন্ত্রী, সমবেত রবে মুখরিত স্টেডিয়াম

Sep 22, 2019 21:40 (IST)
Sep 22, 2019 21:38 (IST)

Howdy Modi Event in Houston: "হাউডি মোদি" অনুষ্ঠানে বক্তব্য মার্কি সেনেটরের

"হাউডি মোদি" অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মার্কিন সেনেটর

Sep 22, 2019 21:32 (IST)

Howdy Modi event: "হাউস্টনের চতুর্থ বৃহত্তম পার্টনার ভারত", বললেন হাউস্টনের মেয়র


Sep 22, 2019 21:31 (IST)

SEE PICS: "হাউডি মোদি" অনুষ্ঠানের বর্ণাঢ্য চিত্র





Sep 22, 2019 21:28 (IST)

Howdy Modi Event: "অসাধারণ যোগা পারফর্মম্যান্স", ট্যুইট "হাউডি মোদি" আয়োজকদের


Sep 22, 2019 21:27 (IST)

Howdy Modi Houston Event: মার্কিন সেনেটর করনিন বলেন, "যদি সেখানে কোনও ঘোষণা হয়, অবাক হব না"

Sep 22, 2019 21:11 (IST)

Howdy Modi Houston Event: হাউডি মোদি অনুষ্ঠান শুরু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে


Sep 22, 2019 21:10 (IST)
Sep 22, 2019 21:10 (IST)

Howdy Modi Event Houston: "আমরা ভাল সময় কাটাতে চলেছি", হাউস্টন রওনা হওয়ার আগে বললেন ডোনাল্ড ট্রাম্প




Sep 22, 2019 20:52 (IST)

Howdy Modi Even in Houston: SEE PICS:  হাউডি মোদি অনুষ্ঠানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান


Sep 22, 2019 20:36 (IST)

Howdy Modi Event in Houston: "হাউডি মোদি" অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করলেন শিল্পীরা

 হাউস্টনে হাউডি মোদি অনুষ্ঠানে নৃত্য পরিশেবন করলেন শিল্পীরা। কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদি এবং ডোনাল্ড ট্রাম্প, ট্যুইট এএনআইয়ের


Sep 22, 2019 20:32 (IST)

Howdy modi event:"দ্বিপাক্ষি সম্পর্কে জোর আসবে", "হাউডি মোদি" নিয়ে বললেন কেন্দ্রীয়মন্ত্রী


কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুরকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একমঞ্চে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে এবং বিশ্বে একটা পরিষ্কার বার্তা যাবে, বিনিয়োগের রাস্তা করে দেওয়া এবং ভারতে আরও বাণিজ্যের সুযোগ"

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি ভাল বন্ধু, এবং তাঁদের বন্ধুত্ত্ব আমেরিকায় বাস করা ভারতীয়দের সুবিধা করে দেবে, আরও বলেন, "হাউডি মোদি"র দিকে নজর সারা বিশ্বের, এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা তুলে ধরবে, বিরোধীরা হাজার লোকও জড়ো করতে পারে না।

Sep 22, 2019 20:27 (IST)

Howdy Modi Houston Event: ৯০ মিনিটের গান, নাচ এএবং বিভিন্ন ধরণের অনুষ্ঠান এবং ৪০০ শিল্পীর পারফর্ম্যান্স

নরেন্দ্র মোদির ভাষণের আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, টেক্সাসসহ বিভিন্ন জায়গার ইন্দো-আমেরিকান নাগরিকরা থাকবেন অনুষ্ঠানে, আমেরিকায় জীবনযাত্রায় কীভাবে কমিউনিটি প্রভাব পেলেছে তার ওপর আলোকপাত করা হবে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, MELA আর্টস কানেক্টের সিইও এবং অনুষ্ঠানের সহকারী প্রযোজক হিনা প্যাটেল বলেন, "দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের ইন্দো-আমেরিকান নাগরিকরা ভারতীয় ও আমেরিকান, দুই ধরের পরিচয়ের কমপ্লেক্সিটিতে ভুগছেন। ইন্দো-আমেরিকান হওয়ার বিভিন্ন কমপ্লেক্সসিটি তুলে ধরা হবে। আমাদের আশা, প্রত্যেকটি মানুষ  নিজেদের দেখবেন, একধরণের, এবং উপলব্ধি করবেন যে  , তাঁরা কতটা ভারত ও আমেরিকান"

Sep 22, 2019 20:19 (IST)

Howdy Modi Event Houston: "আমরা ভাল সময় কাটাতে চলেছি", হাউস্টন রওনা হওয়ার আগে বললেন ডোনাল্ড ট্রাম্প

 

রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, এই মহৎ অনুষ্ঠানে ভাল সময় কাটাবেন তিনি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হাউস্টন রওনা হওয়ার আগে, হোয়াইট হাউসের সাউথ লনে তিনি বলেন, "আমরা হাউস্টনে যাচ্ছি, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ প্রচুর ভিড়ে ঠাসা বড় স্টেডিয়ামে আমরা থাকব" সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ৫০,০০০ ইন্দো-আমেরিকানদের সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, "তিনি (মোদি) যদি আমায় তাঁর সঙ্গে যেতে বলতেন, আমি সেটাই করতাম, এবং আমরা একটা ভাল সময় কাটাতে চলেছি"। হোয়াইট হাউসের লনে একথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "আমি শুনেছি, সেখানে ব্যাপক জমায়েত হতে চলেছে"

অলাভজনক টেক্সাস ইন্ডিয়া গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজক, তাদের ট্যাগলাইন "শেয়ারড ড্রিমস, ব্রাইট ফিউচার" (স্বপ্ন জানান, ভবিষ্যত গড়ুন), আমেরিকায় তাঁদের অবদানের ওপর আলোকপাত করবে এটি, এবং আমেরিকা ও ভারতের সম্পর্ক মজবুত করবে।

Sep 22, 2019 20:05 (IST)

 Howdy, Modi!" Event In Houston: NRG স্টেডিয়ামে প্রার্থনা সঙ্গীত গাইলেন সিনসিনাটির কীর্তন শিল্পীরা

NRG স্টেডিয়ামে প্রার্থনা সঙ্গীত গাইলেন সিনসিনাটির কীর্তন শিল্পীরা

 

Sep 22, 2019 19:59 (IST)

Howdy, Modi LIVE: কিছুক্ষণের মধ্যেই শুরু অনুষ্ঠান

Sep 22, 2019 19:54 (IST)

 

Howdy Modi in Houston:  হাউডি মোদি অনুষ্ঠানে সেনেটর জন করনিন

"হাউডি মোদি" অনু্ষ্ঠানে সেনেটর জন করনিন


Sep 22, 2019 19:52 (IST)

"Howdy, Modi!"মার্কিন মুলুকে "হাউডি মোদি"সবচেয়ে বেশী দর্শকের উপস্থিতিতর অনুষ্ঠান

সর্বকালের সবচেয়ে বেশী দর্শকের উপস্থিতি হতে চলেছে "হাউডি মোদি" অনুষ্ঠানে, কোনও বিদেশী নির্বাচিত নেতার জন্য এটাই সবচেয়ে বড় অনুষ্ঠান


Sep 22, 2019 19:49 (IST)

 "Howdy, Modi!"  অনুষ্ঠান "কয়েক মিনিট সময়ের অপেক্ষা", ট্যুইট আয়োজক টেক্সাস ইন্ডিয়া ফোরামের

 টেক্সাস ইন্ডিয়া ফোরামের থেকে ট্যুইট করা হয়েছে, "#HowdyModi শুরু হওয়া থেকে আমরা আর মাত্র কয়েক মিনিট দূরে"


Sep 22, 2019 19:47 (IST)

SEE PICS: Howdy Modi Live:NRG stadium এ হাজারো মানুষের ভিড়, "হাউডি মোদি" অুষ্ঠানের সাক্ষী হতে চলেছে টেক্সাস















Sep 22, 2019 19:44 (IST)

Howdy, Modi Event:হাউডি মোদি ডোনাল্ড ট্রাম্পের কাছে ফলপ্রদ হতে পারে। নির্বাচনে দেখা গিয়েছে, সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ইন্দো-আমেরিকানদের মধ্যে ট্রাম্পের জন্য কিছু সমর্থন রয়েছে।


নির্বাচনে দেখা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের জন্য ইন্দো-মার্কিনদের সমর্থন রয়েছে., ২০১৬-এ ৭৫ শতাংশ ভোট দিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে । হাউডি মোদির আয়োজকরা, সকালে তাঁরা অনুষ্ঠানের সূচনা করেন ৪০০ শিল্পীদের দিয়ে, ৯০ মিনিটের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, ডোনাল্ড ট্রাম্প সমর্থক দর্শক পেতে পারেন, টেক্সাস ইন্ডিয়া ফোরামের মুখপাত্র প্রীতি দ্বারা বলেন, "সংগঠনের তরফে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত"

তাঁর উপস্থিতি, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করার উদ্যোগের পক্ষে সমর্থন। এই সম্পর্ক মজবুত করতেই এই অনুষ্ঠান"



Sep 22, 2019 19:36 (IST)

"Howdy, Modi!" Event: "হাউডি মোদি" কী!অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় ৫০,০০০ ইন্দো-আমেরিকান নাগরিক হাউস্টনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, মঞ্চে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, একজন বিদেশী নেতার জন্য এক বিরল অনুষ্ঠান এটি।

ইন্দো-আমেরিকা নাগরিকদের সঙ্গে যোগাযোগ এবং সম্পর্ক মজুবত করার ক্ষেত্রে এটি প্রধানমন্ত্রী মোদির একটি বড় সুযোগ।

রয়টার্স জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প, সাক্ষী থাকবেন একটি বড় অংশের বিদেশী সমর্থকদের, যা প্রমাণ করতে পারবে না, তাঁর চিরাচরিত শরণার্থী বিরোধীবার্তাগুলি। রিপাবলিকান অধ্যুষিত টেক্সাসে হাউস্টনে বিরলভাবে ডেমোক্র্যাটদের সমর্থন রয়েছে. এই এলাকাটি দেশের অর্থনৈতিকে ধরে রেখেছে এবং তা ২০২০ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে গুরুত্বপূর্ণ।

Sep 22, 2019 19:30 (IST)

Howdy Modi Event: পুরোদমে ঝাঁপিয়ে পড়েছে ইন্দো-আমেরিকান নাগরিকরা, ট্যুইট করল আয়োজক টেক্সাস ইন্ডিয়া ফোরাম

"হাউডি মোদি"র জন্য পুরোদমে ঝাঁপিয়ে পড়েছে ইন্দো-আমেরিকান নাগরিকরা, এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ সমবেত হয়েছে. ট্যুইট করে জানালেন  আয়োজকরা।


Sep 22, 2019 19:09 (IST)

WATCH: At "Howdy, Modi!" বাজানো হচ্ছে ড্রাম, নাচছেন উপস্থিত ব্যক্তিরা


Sep 22, 2019 19:08 (IST)
SEE PICS: Howdy Modi Event In Houston: হাউডি মোদির জন্য হাউস্টনের NRG Stadium  প্রস্তুত 







.