This Article is From Jan 14, 2020

Weather Update : আগামী কদিন কেমন থাকবে রাজ্যের তাপমাত্রা,জানুন আবহাওয়া রিপোর্ট

এবছর শীতের দাপট দেখেছে কলকাতা-সহ রাজ্য(WeatherUpdate)। শীতে বৃষ্টি হয়েছে। জাঁকিয়ে ঠান্ডা পড়েছে কলকাতাসহ রাজ্যে।

Weather Update : আগামী কদিন কেমন থাকবে রাজ্যের তাপমাত্রা,জানুন আবহাওয়া রিপোর্ট

এবার কলকাতায় রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে (প্রতীকি ছবি)

কলকাতা:

এবছর শীতের দাপট দেখেছে কলকাতা-সহ রাজ্য(WeatherUpdate)। শীতে বৃষ্টি হয়েছে। জাঁকিয়ে ঠান্ডা পড়েছে কলকাতাসহ রাজ্যে। তাপমাত্রা কোথাও ৬ কোথাও ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস নেমেছে। আবার কলকাতায় ১০ এর নীচে নেমেছে তাপমাত্রা। পাহাড়ে বরফ বৃষ্টি হয়েছে। তুষারে ঢেকেছে দার্জিলিং সহ নানান এলাকা। চুটিয়ে উপভোগ করেছেন পর্যটকরা। তবে এবার কলকাতায় রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। জানাল মেটিরিওলজিক্যাল ডিপার্টমেন্ট। দার্জিলিঙে তাপমাত্রা নেমেছিল রেকর্ড পরিমাণ আবার সমতলে কন্টাই এ সব থেকে ঠান্ডা পড়েছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিনদিনে পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামী দু'দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সকালবেলায় হালকা কুয়াশা থাকবে।

মঙ্গলবার দার্জিলিংয়ের সবথেকে কম তাপমাত্রা ছিল। ৪.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সমতলের মধ্যে সব থেকে ঠান্ডা পড়েছিল কন্টাইয়ে। মঙ্গলবার 6 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। কালিম্পং এর তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে একটু বেশি ছিল তাপমাত্রা। ৬.৬ ডিগ্রি সেলসিয়াস । আবহাওয়া দপ্তর থেকে এই খবর পাওয়া গেছে। মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা একটু বেশি থাকবে। রাতের বেলায় তাপমাত্রা থাকবে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ৮.৬ ডিগ্রি, বর্ধমানে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৯.১ এবং মালদাতে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এই সমস্ত শহরগুলিতে ১০ এর নিচে তাপমাত্রা নেমেছিল।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.