This Article is From Jun 28, 2018

কলকাতায় নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু করলো হিতাচি

কলকাতার এই সেন্টারে পূর্বাঞ্চলের জন্য এইচভিএসি ভোকেশনাল প্রশিক্ষণ দেওয়া হবে, এটি 8400 স্কোয়ার ফুটের বেশী অঞ্চল জুড়ে বিস্তৃত এবং সাজানো-গোছানো

কলকাতায় নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু করলো হিতাচি
কলকাতা:

জনসন পরিচালিত- হিতাচি এয়ার কন্ডিশনিং ইন্ডিয়া লিমিটেড আজ তাদের চতুর্থ স্টেট-অফ-দা-আর্ট ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স সেন্টার (ইইসি) কলকাতায় চালু করলো বলে কোম্পানির একটা বক্তব্যে জানা গেছে। 

কোম্পানির তরফে বক্তব্যে বলা হয়েছে, এই কেন্দ্রে ইন্ডাস্ট্রির প্রয়োজনীয়তা অনুসারে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে দেশের পূর্ব প্রান্তের রাজ্যগুলোয় কর্মসংস্থান সম্ভব হয়। আরও তিনটে প্রশিক্ষণ কেন্দ্র দিল্লী, চেন্নাই এবং মুম্বাইতে অবস্থিত। 

কলকাতার এই সেন্টারে পূর্বাঞ্চলের জন্য এইচভিএসি ভোকেশনাল প্রশিক্ষণ দেওয়া হবে, এটি 8400 স্কোয়ার ফুটের বেশী অঞ্চল জুড়ে বিস্তৃত এবং সাজানো-গোছানো। 

এছাড়া এখানে ল্যাবরেটরিতে ঘরে ব্যবহারের এসি, বিভিন্ন ধরণের রেফ্রিজারেটর ফ্লো-বেসড এসি, প্যাকেজড এসি, কন্ট্রোল প্যানেল এবং ব্রেজিং-এর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে।এই সেন্টারে দুটো ক্লাসরুমে 50 টা আসন আছে এবং এখানে একসঙ্গে 170 জনকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.