This Article is From Sep 11, 2018

Kolkata High Court Order: লাইসেন্স ছাড়াও কেনা যাবে মোটরবাইক

লাইসেন্স ছাড়াও কেনা যাবে মোটরবাইক। এমনই রায় দিল কলকাতা  হাইকোর্টে।

Kolkata High Court Order: লাইসেন্স ছাড়াও কেনা যাবে মোটরবাইক

High Court order: বিচারপতি সেই নির্দেশিকা আংশিক ভাবে খারিজ করে দিয়েছেন।

কলকাতা:

লাইসেন্স ছাড়াও কেনা যাবে মোটরবাইক। এমনই রায় দিল কলকাতা হাইকোর্টে। রাজ্য পরিবহণ দপ্তর নির্দেশিকা দিয়ে জানিয়েছিল লাইসেন্স লাইসেন্স নেই এমন কাউকে মোটর বাইক বিক্রি করা যাবে না। সেই  নির্দেশিকা খারিজের দাবিতে মামলা করেন বিক্রেতারা। শুনানির পর মঙ্গলবার বিচারপতি হরিশ টেন্ডন সেই নির্দেশিকা আংশিক ভাবে খারিজ করে দিয়েছেন। রায় দিয়ে তিনি জানান যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রযুক্তির সাহায্য নেওয়া হোক। শুনানিতে আবেদনকারীরা জানান, অনেক ক্ষেত্রেই দেখা যায়  বাইক যাঁরা কেনেনে তাঁরা চালান না। সেক্ষেত্রে এরকম নির্দেশ থাকলে বিক্রি মার খাবে। দুপক্ষের বক্তব্য শুনে আদালত রায় দেয় লাইসেন্স না থাকলেও কেনা যাবে মোটরবাইক।                                         

পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে একগুচ্ছ পদক্ষেপ করেছে পরিবহণ দপ্তর। কড়াকড়ি হয়েছে পুলিশের দিক থেকেও। দপ্তর জানিয়েছিল মাথায় হেলমেট না থাকলে বাইক আরোহীকে তেল দেওয়া হবে না। বহু পেট্রলপাম্পে  এই মর্মে  নোটিশও পড়েছিল। সেভাবেই পরিবহণ দপ্তর নির্দেশিকা দিয়ে জানায় লাইসেন্স ছাড়া বাইক কেনা যাবে না। কিন্তু আদালতের রায়ে খারিজ হয়ে গেল সেই নির্দেশ।                                             

.