
Haryana Elections 2019: ৯০ আসনে ভোটগ্রহণ
আজ হরিয়ানায় বিধানসভা নির্বাচনের (Haryana Assembly Elections) ভোটগ্রহণ পর্ব, সেখানে সহজ জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী বিজেপি। ৯০ আসনে কংগ্রেস এবং দুষ্মন্ত চৌটালার দল জননায়ক জনতা পার্টির সঙ্গে লড়াই গেরুয়া বাহিনীর। গতবার বিজেপি জিতেছিল ৪৮, এবং কংগ্রেস ১৭ আসন।
ভারতের জাতীয় লোকদল (INLD) থেকে বিচ্ছিন্ন হয়ে জননায়ক জনতা পার্টি তৈরি করেছেন দুষ্মন্ত চৌটালা। দলের ভিত শক্ত হবে বলে আশাবাদী তারাও। ডিসেম্বরে চৌটালা পরিবারের অন্তর্দ্বন্দ্বের কারণে এই দলটি তৈরি হয়েছে।
২০১৯ বিধানসভা নির্বাচনে মিশন ৭৫ কৌশল নেয় বিজেপি।২০১৪ বিধানসভা নির্বাচনে ৪৭টিতে জিতেছিল বিজেপি, কংগ্রেস পেয়েছিল ১৫টি আসন, তারা ছিল তৃতীয় স্থানে। আঞ্চলিক দল আইএনএলডি ১৯টি আসন পেয়ে দ্বিতীয়স্থান দখল করে। ২০১৪ নির্বাচনে ৩৩ শতাংশ আসন পেয়েছিল বিজেপি এবং কংগ্রেস পেয়েছিল ২০ শতাংশ ভোট।
৫ বছরের মেয়াদ প্রায় শেষের মুখে মনোহরলাল খাট্টার সরকারের। ২ নভেম্বরের মধ্যে নয়া সরকারকে শপথগ্রহণ করতে হবে। বৃহস্পতিবার হরিয়ানা নির্বাচনে ফলপ্রকাশ।
হরিয়ানায় ভোটগ্রহণের Live Updates এখানে:
Haryana Assembly Election 2019: রাহুল গান্ধি বললেন, বখশিস সিং ভির্ক বিজেপির সবচেয়ে সৎ ব্যক্তি
Haryana Assembly Election 2019: রাহুল গান্ধি বললেন, বখশিস সিং ভির্ক বিজেপির সবচেয়ে সৎ ব্যক্তি
দুপুর ২টো পর্যন্ত ভোট পড়েছে ৩৭.২ শতাংশ। মহারাষ্ট্রেও ভোটার হার কম, মোট ভোটারের ২৫ শতাংশ এখনও পর্যন্ত ভোট দিয়েছেন
Haryana Election 2019: প্রথম ২ঘন্টায় ভোট পড়ল ৭.৪৪ শতাংশ
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অনেক জেলায় খুব দ্রুত ভোট চলছে
অন্যান্য জেলার মধ্যে দিন্দে ৭.৯১ শতাংশ, ভিওয়ান্ডিতে ১০.৭৬, আম্বালায় ৬.৬৭, পালওয়ালে ৮.৮৮, গুরগাঁও এ ৬.৪০, ফরিদাবাদে ৬.১০, মেওয়াচে ১০.২৪, রিওয়ারিতে ৬.৭৯, রোহতাকে ৯.৮০ হিসারে ১১, এবং কারনালে ৫.৯২ শতাংশ ভোট পড়েছে।সবচেয়ে কম ভোট পড়েছে পঞ্চকুল্লায়, ভোটের হার ২.৪৬ শতাংশ
#WATCH Rohtak: Supporters of senior Congress leader Bhupinder Singh Hooda dance in Sanghi village, where Hooda is expected to arrive shortly. #HaryanaAssemblyPollspic.twitter.com/1cqJZ7XTme
- ANI (@ANI) October 21, 2019
Haryana Assembly Elections 2019: নজরকাড়া প্রার্থীরা
মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার (কারনাল), প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের পরিষদীয় দলনেতা ভুপিন্দর সিং হুডা (গড়ি সাম্পলা-কিলোই), রণদীপ সিং সুরজেওয়ালা (কাইথাল), কিরণ চৌধুরি (তোশাম), এবং কুলীদপ বিষ্ণোয়ি (আমাদপুর) ও দুষ্ণন্ত চৌটালা (উচানা কালন)এবারের নজরকাড়া প্রার্থী
তিনজন ক্রীড়াবিদকে ভোটের ময়দানে নামিয়েছে বিজেপি, ববিতা ফোগত (দাদরি), যোগেশ্বর দত্ত (শোণিপতের বরোদা), এবং সন্দীপ সিং (পেহোয়া) এছাড়াওও রয়েছেন টিকটক স্টার সোনালি ফোগত (আদমপুর)
#KnowYourPollingStation
- Election Commission of India #SVEEP (@ECISVEEP) October 21, 2019
There will be polling officials inside the Polling Station who will support you in your voting exercise. #GoVote#AssemblyElections2019@CEO_Maharashtra@ceoharyanapic.twitter.com/M6QHoUOiwl
#HaryanaAssemblyElections | Jannayak Janta Party leader Dushyant Chautala drove a tractor to the polling station.
- NDTV (@ndtv) October 21, 2019
He is contesting from Uchana Kalan and his mother Naina from Badhra.
More here: https://t.co/rTqgN40tZV#ElectionsWithNDTVpic.twitter.com/qSGd9PN3ik
Haryana Elections 2019: আদমপুরে ভোট দিলেন বিজেপি প্রার্থ তথা টিকটক স্টার
আদমপুর কেন্দ্র বিজেপি প্রার্থী তথা TikTok স্টার সোনালি ফোগত ভোট দিলেন। তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী কুলদীপ বিষ্ণোয়ি
Haryana Elections 2019: ১০ শতাংশ বা ১১৭ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে
হরিয়ানা নির্বাচনে ১,১৬৯জন প্রার্থীর মধ্যে ১১৭ বা প্রায় ১০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী মামলা ঘোষণা করা হয়েছে, ৭০ জনের বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে বলে জানা গিয়েছে। এই ধরণের ১৩ জন প্রার্থী কংগ্রেসের. বিজেপির রয়েছে ১২জন।
Bhupinder Singh Hooda, Congress: Jannayak Janata Party (JJP) and Indian National Lok Dal (INLD) are not factors, the contest is between Congress & BJP. Congress will get the majority. #HaryanaAssemblyPollspic.twitter.com/3MymWnfCgo
- ANI (@ANI) October 21, 2019
"গণতন্ত্রকে সমৃদ্ধ করুন", বললেন প্রধানমন্ত্রী মোদি
Elections are taking place for Haryana and Maharashtra assemblies. There are also by-polls taking place in various parts of India. I urge voters in these states and seats to turnout in record numbers and enrich the festival of democracy. I hope youngsters vote in large numbers.
- Narendra Modi (@narendramodi) October 21, 2019
Haryana Assembly Elections 2019:৯০ আসনের মধ্যে ৭৫টিতে জয়ের লক্ষমাত্রা বিজেপির
৯০ আসনের মধ্যে ৭৫টিতে জয়ের লক্ষমাত্রা নিয়েছেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। গতবার বিজেপি জিতেছিল ৪৮, এবং কংগ্রেস ১৭ আসন।
২০১৪ নির্বাচনে বিজেপি জিতেছিল ৪৭ আসন কংগ্রেস নেমেছিল ১৫-এ। তৃতীয়স্থানে ছিল তারা। আইএনএলডি পেয়েছিল ১৯টি আসন, তারা ছিল দ্বিতীয়স্থানে। সেবার ৩৩ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি, কংগ্রেসের পক্ষে ছিল ২০ শতাংশ
Mahavir Singh Phogat, father of wrestler Babita Phogat who is contesting from Dadri as BJP candidate: She has a clean image & her speeches are passionate, people are influenced by it & are giving her their blessings. She will win election by a big margin. #HaryanaAssemblyPollspic.twitter.com/X9Opxrm3WS
- ANI (@ANI) October 21, 2019