This Article is From Apr 15, 2020

লম্বা ব্যাটিং করবে করোনা, ২০২২ অবধি প্রয়োজন সামাজিক দুরত্ব বিধি: হাভার্ড

গবেষকদের দাবি, "আমরা গবেষণা করে বের করতে পারিনি, যারা সংক্রমিত, তাঁদের প্রতিরোধ ক্ষমতা কতটা? কতক্ষণ তাঁরা সংক্রমণ থেকে নিজদের মুক্ত রাখতে পেরেছিল"

লম্বা ব্যাটিং করবে করোনা, ২০২২ অবধি প্রয়োজন সামাজিক দুরত্ব বিধি: হাভার্ড

করোনার সংক্রমণ পুরোপুরি কমাতে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সমীক্ষা চাঞ্চল্যকর দাবি করেছে।

ওয়াশিংটন:

এককালীন লকডাউনে পুরপুরি সংক্রমণ (Corona) মুক্ত করা যাবে না বিশ্বকে। অন্তত ২০২২ অবধি মেনে চলতে সামাজিক দূরত্ব (Social Distancing)। সাম্প্রতিক গবেষণায় এমন দাবি করেছেন হাভার্ডের গবেষকরা (Harvard University)। করোনা সংক্রমণে বিধস্ত আমেরিকা। সেই মুহূর্তে হাভার্ডের  এই গবেষণা তাৎপর্যপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সায়েন্স জার্নালে দাবি করা হয়েছে, ধীরে ধীরে এই সংক্রমণ প্রকোপ কমিয়ে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে ঘুরে ফিরে আসবে। এখন যেভাবে সর্দি, জ্বর, ইনফ্লুয়েঞ্জা; আবহাওয়া পরিবর্তনের সঙ্গে ঘুরে ফিরে সংক্রমণ ঘটায়। সেভাবেই ভাইরাল আকার নেবে এই করোনা। কিন্তু এখনও এই ভাইরাসের অনেককিছু রহস্য জনক। যেমন শরীরে প্রবেশের পর এই ভাইরাসের স্থিতি কতক্ষণ। আর কীভাবে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করবে এই সংক্রমণ, তা এখনও জানা যায়নি। এই গবেষণার অন্যতম প্রধান স্টিফেন কিংসলার সংবাদমাধ্যমকে বলেছেন, "এই ভাইরাসের প্রভাব কমানোর বিকল্প পন্থা সামাজিক দূরত্ব। এর ফলে মানবদেহ থেকে দূরে রাখা যাবে করোনা ভাইরাসকে।" 

এই গবেষণার অন্যতম গবেষক মার্ক লিপসেচ বলেছেন,"গণজমায়েত থেকে ফের সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। তবে সংক্রমণ মাত্রা বুঝতে নমুনা পরীক্ষা আবশ্যিক। একদিকে লকডাউন, নমুনা পরীক্ষা আর অন্যদিকে সামাজিক দূরত্ব বজায়। এই তিনের ব্যবহারে সংক্রমণকে দমন করা সম্ভব। এর ফলে হাসপাতালগুলো থেকে ভার অনেকটাই কমানো যাবে। পরিকাঠামোগত বদল আনা সম্ভব হবে।" গবেষকদের দাবি, "আমরা গবেষণা করে বের করতে পারিনি, যারা সংক্রমিত, তাঁদের প্রতিরোধ ক্ষমতা কতটা? কতক্ষণ তাঁরা সংক্রমণ থেকে নিজদের মুক্ত রাখতে পেরেছিল।"

একটা সম্ভাবনা ধরা হয়েছে, সার্স ভাইরাসের মতোই করোনার প্রকোপ একবারে স্তিমিত হয়ে যাবে। সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন গবেষকরা। তাঁরা দাবি করেছেন, লম্বা ব্যাটিং করবে করোনা। 

VIDEO: নীতি আয়োগের কর্তা অমিতাভ কান্ত বলেছেন, "প্রতিদিন এক লক্ষ মানুষের নমুনা পরীক্ষা হচ্ছে।" 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.