This Article is From Mar 23, 2019

এসএসসির নিয়োগ- জট কাটাতে পাঁচ সদস্যের কমিটি গড়ল রাজ্য

স্কুল শিক্ষক নিয়োগ ঘিরে তৈরি হওয়া জট কাটাতে পাঁচ সদস্যের কমিটি গড়ল রাজ্য সরকার।  রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার  বিকেলে সাংবাদিকদের একথা জানিয়েছেন।

এসএসসির  নিয়োগ- জট কাটাতে পাঁচ সদস্যের কমিটি গড়ল রাজ্য

দু’দিনের মধ্যে চাকরি প্রার্থীরা কমিটির কাছে নিজেদের বক্তব্য তুলে ধরবেন।

হাইলাইটস

  • এসএসসির নিয়োগ- জট কাটাতে পাঁচ সদস্যের কমিটি গড়ল রাজ্য
  • শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার বিকেলে সাংবাদিকদের একথা জানান
  • দু’দিনের মধ্যে চাকরি প্রার্থীরা কমিটির কাছে নিজেদের বক্তব্য তুলে ধরবেন
কলকাতা:

স্কুল শিক্ষক নিয়োগ (SSC Recruitment)  ঘিরে তৈরি হওয়া জট কাটাতে পাঁচ সদস্যের কমিটি গড়ল রাজ্য সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী  (Education Minister) পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার  বিকেলে সাংবাদিকদের একথা জানিয়েছেন। শিক্ষক নিয়োগের দাবিতে শ'দুয়েক আবেদনকারী ২৮ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য  আন্দোলন এবং ধর্না চালাচ্ছেন। দু'দিনের মধ্যে চাকরি প্রার্থীরা কমিটির কাছে নিজেদের বক্তব্য তুলে ধরবেন। শিক্ষামন্ত্রী জানান ১৫ দিনের মধ্যেই সেই অভিযোগ সম্পর্কে সরকারের বক্তব্য জানিয়ে দেওয়া  হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপও নিয়ে নেওয়া হবে।  আন্দোলনকারীদের দাবি, বিপুলসংখ্যক শিক্ষকের পদ খালি রয়েছে কিন্তু কর্তৃপক্ষ কিছুতেই যাবতীয় প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁদের নিয়োগের জন্য ইন্টারভিউতে ডাকছেন না। তবে শিক্ষামন্ত্রী জানান কী কী  যোগ্যতা থাকলে চাকরি পাওয়া যাবে  তা  নির্দিষ্ট করা আছে। যোগ্য প্রার্থীদের কেউই বঞ্চিত হবেন না। কিন্তু তিনি জানান এমন অনেকেই আছেন  যাঁদের যোগ্যতা নেই।  এর পাশাপাশি আন্দোলনকারীদের সতর্ক করে পার্থ বলেন, দেখবেন আপনাদের আন্দোলনের সুযোগ যেন কোনও রাজনৈতিক দল নিতে না পারে।

কালবৈশাখির তাণ্ডবে রাজ্যে মৃত তিন

দীর্ঘ দিন ধরেই চলছে  অনশন। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। রায়গঞ্জের অর্পিতা দাস ও বীরভূমের সুবোধ হালদারকে বুধবার ধর্না মঞ্চ থেকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছেন এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের এক মুখপাত্র। দিন কয়েক আগে  মঞ্চের পক্ষ থেকে একটি গণ সম্মেলনের আয়োজন করা হয়। তাতে অংশ নেন পরিচালক অনীক দত্ত থেকে শুরু করে অভিনেতা বাদশা মৈত্র সহ অনেকেই। তাছাড়া আন্দোলনের প্রায় শুরুর দিন থেকেই বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আন্দোলনকারীদের পাশে  দাঁড়িয়েছেন। বিশেষ বার্তা পাঠিয়ে সহমর্মিতা জ্ঞাপন করেছেন শঙ্খ ঘোষও। আন্দোলনকারীদের সঙ্গে  দেখা করেছেন একাধিক বিরোধী দলের নেতা- নেত্রীরাও। নিয়োগ প্রক্রিয়ায় জটের জন্য সকলেই দুষেছেন সরকারকে। তবে  শিক্ষামন্ত্রীর দাবি নিয়োগ প্রক্রিয়া হচ্ছে নিয়ম মেনেই। এমতাবস্থায় রাজ্য সরকারের আধিকারিকদের নিয়ে তৈরি কমিটি কী সিদ্ধান্ত নেয় সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে।                                   

(সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য সংযোজিত হয়েছে )



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.