This Article is From Mar 31, 2019

ছাতা ধরে মাঝরাস্তায় উড়ে যাচ্ছে মানুষ, আজব ভিডিও

তিনি বলেন, ‘‘ভাবতেই পারছি না, আমি সুস্থ আছি। যখন দেখি ছাতাটা উড়ে যাচ্ছে, আমি বাধ্য হয়ে লাফ মেরে নেমে আসি।

ছাতা ধরে মাঝরাস্তায় উড়ে যাচ্ছে মানুষ, আজব ভিডিও

সাদিক কোচাদালিকে ছাতা-সহ উড়ে যেতে দেখা যায়

হাইলাইটস

  • ছাতা-সহ উড়ে গেলেন এক ব্যক্তি
  • তুর্কিতে ঘটনাটি ঘটেছে
  • ঝড়ের দাপটে এমন ঘটনা ঘটেছে

ছাতা মাথায় উড়ে যাচ্ছেন এক ব্যক্তি এমন দৃশ্য চোখে পড়েছে কখনোও! নিশ্চয়ই না। কিন্তু এমনই দৃশ্যের ভিডিও আপাতত বিশ্ব জুড়ে ভাইরাল। তূর্কীর উসমানিয়া অঞ্চলের একটি সিসিটিভি ফুটেজ থেকে ভিডিওটি ধরা পড়েছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, প্রবল ঝোড়ো হাওয়া বইছে। তার মধ্যেই সাদিক কোচাদালি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন হাওয়ার সঙ্গে যুদ্ধ করে নিজের ছাতাটিকে মাথার উপরে স্থির রাখতে। ভিডিওয়ে দেখা যাচ্ছে কোচাদালি ছাতাটির একেবারে তলাযর দিকটি হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছেন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই দেখা গেল তিনি মাটি থেকে বেশ কয়েক হাত উঁচুতে উঠে গেলেন ছাতায় ভর করে।

প্রাকৃতিক গ্যাসের দাম ১০ শতাংশ বাড়িয়ে দিল কেন্দ্র

দেখুন সেই ভয়ানক দৃশ্যের ভিডিও এখানে:

ভিডিওটি ইন্টারনেটে বহু বার শেয়ার হয়েছে এবং কয়েক মিলিয়ন ভিউয়ার তা দেখেছেন এটিকে একটি টুইটার মুহূর্ত বলেও স্বীকৃতি দেওয়া হয়েছে

ডেইলি সাবাহ-র মতে ও কোচাদালি পরে ঘটনার বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এবং জানিয়েছেন, ‘‘তার তেমন কোনও বড় চোট আঘাত লাগেনি।''

তিনি বলেন, ‘‘ভাবতেই পারছি না, আমি সুস্থ আছি। যখন দেখি ছাতাটা উড়ে যাচ্ছে, আমি বাধ্য হয়ে লাফ মেরে নেমে আসি। মনে হয় তিন চার মিটার উঁচুতে উড়ে গিয়েছিলো।''

কিন্তু কোচাদালি বেঁচে গেলেও আর এক ব্যক্তি অবশ্য সেই ছাতার আঘাতে যথেষ্ট আহত হয়েছেন। কারণ ছাতাটি উড়ে গিয়ে হুড়মুড় করে তার ঘাড়েই পড়েছিল।

Click for more trending news


.