This Article is From Mar 31, 2019

‘বেগুসরাইতে ‘গদ্দার’ কানহাইয়াকে হারাতে এসেছি’ বলে আক্রমণ বিজেপির এই নেতার

মন্ত্রী জোর দিয়ে বলেন যে আসন্ন লোকসভা নির্বাচনে তার লড়াই “কোনও দলের বা প্রার্থীর বিরুদ্ধে নয়” বরং দেশদ্রোহীদের বিরুদ্ধে। 

‘বেগুসরাইতে ‘গদ্দার’ কানহাইয়াকে হারাতে এসেছি’ বলে আক্রমণ বিজেপির এই নেতার

৯ এপ্রিল গিরিরাজ সিং বেগুসরাইয়ে নিজের মনোনয়নপত্র জমা দেবেন বলে আশা করা হচ্ছে

পাটনা:

ছাত্র আন্দোলনের নেতা তথা সিপিআই প্রার্থী (CPI candidate Kanhaiya Kumar) কানহাইয়া কুমারকে ফের ‘দেশদ্রোহী' বলে আক্রমণ করলেন বিহারের বেগুসরাই আসনের (Bihar's Begusarai constituency) বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Union Minister Giriraj Singh)। ওই আসনে কানহাইয়া কুমারের প্রতিদ্বন্দ্বী মন্ত্রী বলেন, “আমার লড়াই দেশের ‘গদ্দার' (traitors) বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে।”

বেগুসরাইয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) নেতা এবং কর্মীদের উদ্দেশ্যে, গিরিরাজ সিং বলেন, “আমি নিশ্চিত যে বেগুসরাইয়ের মানুষ কেবল গদ্দারদের পরাজিতই করবে না বরং তাঁদের যথাযথ উত্তরও দেবে।" মন্ত্রী জোর দিয়ে বলেন যে আসন্ন লোকসভা নির্বাচনে তার লড়াই “কোনও দলের বা প্রার্থীর বিরুদ্ধে নয়” বরং দেশদ্রোহীদের বিরুদ্ধে। 

‘খবরদার....' বিধিভঙ্গ করেও ম্যাজিস্ট্রেটকেই হুমকি মন্ত্রী অশ্বিনীকুমারের

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি (Jawaharlal Nehru University Students' former Union president) কানহাইয়া কুমারসহ বিরোধী নেতাদের নাম উল্লেখ না করেই কেন্দ্রীয় মন্ত্রী জানান, পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনীর হামলার প্রমাণ দাবি করা মানুষরা বাস্তবের সঙ্গে সম্পর্ক রাখে না এবং জনগণের মন বোঝার ধারণাই নেই তাঁদের। তিনি বলেন, “আমি বিশ্বাসঘাতককে পরাজিত করার জন্য বেগুসরাই এসেছি...বেগুসরাইয়ে নির্বাচনে জয়ী হওয়ার স্বপ্ন দেখছে দেশদ্রোহীরা।" 

প্রশাসন অনুমতি না দেওয়ায় বদলে গেল শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর জনসভার স্থান

নওয়াদার বদলে বেগুসরাই থেকে টিকিট দেওয়ার বিষয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ ও উষ্মা প্রকাশ করেছিলেন মন্ত্রী গিরিরাজ সিং। জেলা কর্মী ও সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করে সেখানে নির্বাচনী প্রচার করছেন গিরিরাজ। ৯ এপ্রিল তিনি বেগুসরাইয়ে নিজের মনোনয়নপত্র জমা দেবেন বলে আশা করা হচ্ছে।

বিহারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বা এনডিএ-র (National Democratic Alliance) সঙ্গে আসন ভাগাভাগির চুক্তি অনুযায়ী, গিরিরাজ সিংয়ের প্রতিনিধিত্বকারী নওয়াদা আসন থেকে এবার লড়বেন কেন্দ্রীয় মন্ত্রী রাম ভিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টির (এলজেপি) প্রার্থী।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.