This Article is From Oct 30, 2018

"গলি গলি মে শোর হ্যায়, দেশ কা চৌকিদার চোর হ্যায়", স্লোগান দিল কংগ্রেস

রাজ্যের সিবিআই অফিসের সামনে ফের প্রতিবাদ সমাবেশের আয়োজন করল প্রদেশ কংগ্রেস।

ফেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা হাজির হন সল্টলেকের সিবিআই অফিসের সামনে।

কলকাতা:

রাজ্যের সিবিআই অফিসের সামনে ফের প্রতিবাদ সমাবেশের আয়োজন করল প্রদেশ কংগ্রেস। প্রতিবাদের কারণ, এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অন্দরমহলের অশান্তির প্রকাশ্যে এসে পড়া এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটিকে সরকারের বিরোধীদের বিরুদ্ধে 'রাজনৈতিকভাবে' ব্যবহার করা। এমনটাই দাবি করলেন কংগ্রেস নেতৃত্ব। ওই প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা হাজির হন সল্টলেকের সিবিআই অফিসের সামনে। সেখান থেকেই স্লোগান দিতে থাকেন তাঁরা- "গলি গলি মে শোর হ্যায়, দেশ কা চৌকিদার চোর হ্যায়"। একজন বিক্ষোভকারীকে দেখা যায় খাঁচার মধ্যে 'সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন' লেখা প্ল্যাকার্ড নিয়ে চলেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, সিবিআই অধিকর্তা অলোক বর্মার অপসারণ এবং আরও বিভিন্ন পদস্থ কর্তার বদলির খবর প্রকাশ্যে এসে পড়ায় সিবিআইয়ের প্রতি দেশের সাধারণ মানুষের বিশ্বাসটি ধাক্কা খাবে। 

 

"বাংলার দুটো গুরুত্বপূর্ণ মামলা সিবিআইয়ের আওতায় রয়েছে। সারদার চিট ফান্ড কেলেঙ্কারি এবং নারদা কাণ্ড। সিবিআইয়ের অন্দরমহলে ঝামেলা হলে দূর্নীতিগ্রস্ত নেতারা যে এখন স্বস্তির শ্বাস ফেলবেন, তা তো সহজেই বুঝতে পারা যাচ্ছে", বলেন সোমেন।

.