This Article is From Dec 07, 2018

সিলিং থেকে মাথায় এসে পড়ল কংক্রিটের চাঙড়,কলকাতা মেডিক্যাল কলেজে আহত ৪

কলকাতা মেডিক্যাল কলেজের বহির্বিভাগে অপেক্ষা করছিলেন চার ব্যক্তি। আচমকা তাঁদের মাথায় ছাদ খসে ভেঙে পড়ল কংক্রিটের বিশাল চাঙড়।

সিলিং থেকে মাথায় এসে পড়ল কংক্রিটের চাঙড়,কলকাতা মেডিক্যাল কলেজে আহত ৪
কলকাতা:

কলকাতা মেডিক্যাল কলেজের বহির্বিভাগে অপেক্ষা করছিলেন চার ব্যক্তি। আচমকা তাঁদের মাথায় ছাদ খসে ভেঙে পড়ল কংক্রিটের বিশাল চাঙড়। আজ দুপুরে এই ঘটনাটি হাসপাতালের চক্ষুবিভাগের আউটডোরে ঘটে বলে জানায় পুলিশ। যদিও, এই ঘটনায় কেউ তেমন মারাত্মক জখম হননি। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ওই চারজনকেই ছেড়ে দেওয়া হয়।  সংবাদসংস্থা পিটিআইকে হাসপাতালের এক বর্ষীয়ান চিকিৎসক জানান, হাসপাতাল ভবনটি বেশ প্রাচীন৷ একাধিক ঘর রয়েছে এই ভবনে, যাদের সিলিং-এর অবস্থা একদমই ভালো নয়। যে ঘরে ঘটনাটা ঘটেছে, আমরা সেটি বন্ধ করে দিয়েছি"।

রাজ্যে তিনটি রথযাত্রাই হবে দাবি করে মমতাকে কড়া ভাষায় বিঁধলেন অমিত

এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে শহরের সরকারি হাসপাতালগুলির দুরবস্থার হাল দেখিয়ে দিল মনে করছে ওয়াকিবহালমহল।

আরও খবর পড়ুন এখানে। 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.