
কুপওয়াড়ায় ৪ জঙ্গির আত্মসমর্পণ
নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ের পর জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় আত্মসমপর্ণ করল চার জঙ্গি। এই কাজে তারা নতুন যোগ দিয়েছিল। আজ সকালে কুপওয়াড়া জেলার কাছে নিয়ন্ত্রণ রেখা অতিক্রমের চেষ্টা করছিল কয়েকজন। তাদের মধ্যে চার জন আত্মসমর্পণ করলেও বাকি তিন জন পালিয়ে যায়।
সেনা তরফে জানানো হয়েছে, আল বদর গোষ্ঠীর তিন জঙ্গির নির্দেশ মতো কাজ করছিল নবনিযুক্ত ওই চার জঙ্গি। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে প্রথমে এলাকা ঘিরে ফেলে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনা জওয়ানরা। এরপর গুলির লড়াই চলে কিছুক্ষণ। জঙ্গিদের আত্মসমপর্ণের সুযোগ দেওয়া হয়।