This Article is From Jan 26, 2019

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণের নাতি সুব্রামনিয়াম শর্মা

Elections 2019: প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাতি সুব্রামনিয়াম শর্মা গৌরভারাম, ২০১৮ সালে মালেশ্বরম এলাকা থেকে কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়ান।

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণের নাতি সুব্রামনিয়াম শর্মা

সুব্রামনিয়াম শর্মা গৌরভারাম, ২০১৮ সালে মালেশ্বরম এলাকা থেকে কর্ণাটক বিধানসভা নির্বাচনে মনোনয়ন পেশ করছেন

বেঙ্গালুরু:

প্রজাতন্ত্র দিবসেই বিজেপিতে যোগদান করলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাতি সুব্রামনিয়াম শর্মা জি। শুক্রবারই কর্ণাটক বিজেপি এই কথা ঘোষণা করে। গণপ্রজাতন্ত্র দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাজ্য বিজেপির প্রধান বিএস ইয়েদুরুপ্পার উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেবেন।

প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাতি সুব্রামনিয়াম শর্মা গৌরভারাম, ২০১৮ সালে মালেশ্বরম এলাকা থেকে কর্ণাটক বিধানসভা নির্বাচনে লড়াই করেন। রাজ্যে ‘বৈষম্য' মুছে ফেলার লক্ষ্যে তিনি অল ইন্ডিয়া মহিলা এমপাওয়ারমেন্ট পার্টির প্রতিনিধিত্ব করেন।

সরকারের পদ্মশ্রী প্রত্যাখ্যান করলেন নবীন পট্টনায়েকের বোন লেখিকা গীতা মেহতা

গত বছরের নির্বাচনের আগে তিনি বলেছিলেন, “ধনী ও দরিদ্রদের মধ্যে সামাজিক বৈষম্য বাড়ছে। এই নিয়মের মধ্যে থেকেই সমাজে ভারসাম্য বজায় রাখতে হবে। আমি তাই এই সংসদীয় রাজনীতিতে প্রবেশ করে রাজ্যে সমতা আনতে চাই।"

সুব্রামনিয়াম শর্মা এক দশক আগে (২০০৬ সালে) চেন্নাই থেকে বেঙ্গালুরু চলে যান। তাঁর পারিবারিক মালিকানাধীন সুদীক্ষা গ্রুপ ফার্মেসি, পরিকাঠামো, চলচ্চিত্র এবং দুগ্ধ ব্যবসার সঙ্গে জড়িত।

সুব্রামনিয়াম শর্মা সংবাদ সংস্থা আইএনএকে বলেন, “আমি মূলত আকাদেমিক পরিবার থেকেই এখানে, পরিবারে সকলেই পড়াশোনার সঙ্গে যুক্ত, রাজনীতির সঙ্গে নয়।”

স্ট্যাচু অফ ইউনিটির নিরাপত্তা বাড়াতে ৩০০ কুমীরকে অন্যত্র সরালো গুজরাট সরকার

তাঁর পিতামহ, ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন ১৯৬২ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। ১৯৬৯ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দেশের চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন ভি ভি গিরি। তিনি সম্পর্কে সুব্রামনিয়ামের পিতামহের ভাই। সুব্রামনিয়াম শর্মার কর্মজীবন শুরু হয় একজন উদ্যোক্তা হিসেবেই। কয়েক বছর কাজ করার পরে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও চাকরির বিষয়ে সমাজকে আরো উন্নত করতে বদ্ধপরিকর সুব্রামনিয়াম।

.