This Article is From Sep 08, 2019

বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি, বেড়েছে হিমোগ্লোবিনের পরিমাণ

ত ৩ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশে তাঁকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল।

বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি, বেড়েছে হিমোগ্লোবিনের পরিমাণ

দিন দিয়েক আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য (ফাইল)

কলকাতা:

প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্য তথা সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) অবস্থার উন্নতি হয়েছে, তবে এখনও তাঁর অক্সিজেন প্রয়োজন, জানিয়েছেন হাসপাতালের এক পদস্থা কর্তা। বেশ কিছু সময় ধরেই ক্রনিক অবস্ট্রাকটিভ পালমনারি ডিসিজে ভুগছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দিন দিয়েক আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালের পদস্থ ওই কর্তা জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্য এখন সচেতন, সতর্ক এবং তিনি কথা বলতে পারছেন। তিনি আরও বলেন, “আজ সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের শারিরীক পরীক্ষা করে ৮ সদস্যের চিকিৎসক দল। তাঁর হৃদস্পন্দন ঠিক রয়েছে। সকালে ওরাল ফুড, আইসক্রিম চা এবং পেঁপে খেয়েছেন তিনি”।

হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, অবস্থা "গুরুতর"

শুক্রবার হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে তরিঘরি শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ব্লাড প্রেসারও দ্রুত পড়ে যায়। হাসপাতালের ওই আধিকারিক বলেন, “BiPAP পদ্ধতিতে রাখা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। গতরাতে ৬ ঘন্টা নন-ইনভেসিভ ভেন্টিলেশন হয়েছে তাঁর”। তাঁর কথায়, “বুদ্ধদেব ভট্টাচার্যের বুকের এক্স-রে রিপোর্ট থেকে উন্নতির আভাস পাওয়া গিয়েছে। তাঁর হিমোগ্লোবিনের হারও বেড়েছে, কমে এসেছে কার্বন-ডাই-অক্সাইডের হার, তবে এখনও তার অক্সিজেন প্রয়োজন”।

বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেওয়া হল অ্যান্টিবায়োটিক

শুক্রবারই বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি। এছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে যান রাজ্যপাল জগদীপ ধনকড়, বর্ষীয়ান সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র এবং রবীন দেব, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।  এছাড়াও বিজেপি নেতা মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায় এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে যান।

২০০-২০১১ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, চোখের সমস্যাতেও ভুগছেন তিনি। গত ৩ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশে তাঁকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.