This Article is From Sep 20, 2018

আগামী সপ্তাহে সুষমার সঙ্গে দেখা হচ্ছে পাক বিদেশ মন্ত্রী কুরেশির

 নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভারত ও পাকিস্তানের বিদেশ মন্ত্রীর মধ্যে সাক্ষাৎ চূড়ান্ত হল।

আগামী  সপ্তাহে সুষমার সঙ্গে দেখা হচ্ছে পাক বিদেশ মন্ত্রী কুরেশির

সরকারি সূত্র জানিয়েছে সন্ত্রাস দমন প্রসঙ্গে অবস্থান বদলায়নি ভারত।

হাইলাইটস

  • নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় দেখা হবে দুই বিদেশমন্ত্রীর
  • এই সাক্ষাৎ করতে মোদীকে অনুরোধ করেন ইমরান খান
  • সাক্ষাৎ হলেও সন্ত্রাস প্রসঙ্গে অবস্থান বদলায় নি দাবি বিদেশ মন্ত্রকের
নিউ দিল্লি:

তবে বিষয়টিকে দুদেশের মধ্যে  আলাপ আলোচনার শুরু হিসেবে দেখতে নারাজ বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার বলেছেন, এটা শুধুই একটা সাক্ষাৎ। এখান  থেকে দুদেশের মধ্যে  আলাপ আলোচনা শুরু হয়ে যাচ্ছে, এমনটা ভাবার কোনও কারণ নেই। ভারত এই সাক্ষাতে রাজি হয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের চিঠি পাওয়ার পর। দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে ইমরান দুটি অনুরোধ করেন। একটি এই বৈঠক সম্পর্কে। অন্যটি সার্ক বৈঠকে যোগ দেওয়া নিয়ে। কিন্তু সেটি খারিজ করে দিয়েছে ভারত। এবার ইসলামাবাদে সার্কের সম্মেলন হওয়ার কথা। সরকারি সূত্র  এনডিটিভি জানিয়েছে সন্ত্রাস দমন প্রসঙ্গে অবস্থান বদলায়নি ভারত। সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে  চলতে পারে না। রাবিশের কথা থেকেও সেই ইঙ্গিত স্পষ্ট হয়েছে।  তিনি বলেন সাক্ষাৎ আর আলোচনার মধ্যে পার্থক্য আছে।

 সে দেশের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন ইমরান। প্রধানমন্ত্রী মোদিকে লেখা চিঠিতে তিনি দুদেশের মধ্যে আলোচনা শুরুর বিষয়টি  তুলে ধরেন। ওই চিঠিতে প্রধানমন্ত্রীকে মোদী সাহাব বলে সম্বোধন করে ইমরান সার্ক  সম্মেলনে যোগ দেওয়ার কথা বলেন। আর সেই সুযোগে ইসলামাবাদ ঘুরে আসার কথাও বলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক। কিন্তু সেই প্রস্তাবে রাজি নয় দিল্লি। বেশ কয়েক বছর দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক বন্ধ আছে। কাশ্মীরের উড়ি সেনা ঘাঁটিতে হামলা করে পাকিস্তান। তার অল্প কিছু দিনের মধ্যেই পাল্টা  সার্জিক্যাল স্ট্র্রাইক করে ভারত। সেই তখন থেকে আলোচনা বন্ধ দুদেশের। এবার দেখা হচ্ছে দুই বিদেশ মন্ত্রীর। এরই মাঝে উপত্যকায় এক বিএসএফ জওয়ানের গলা কেটে খুন করেছে পাক বাহিনী। এমতাবস্থায় সাক্ষাৎ হচ্ছে  দুদেশের বিদেশ মন্ত্রীর।                  

 

.