Watch Video: এও সম্ভব! নদীর বুকে ভাসতে ভাসতে যাচ্ছে গোটা পাঁচতলা বিল্ডিং!

উইকএন্ডের শুরুতেই নতুন কিছু দেখতে চান? তাহলে চোখ রাখুন এই ভিডিওয়। যাঁরাই ভিডিওটি দেখেছেন তাঁদেরই চক্ষুস্থির হয়ে গেছে সমস্তটা দেখে। 

 Share
EMAIL
PRINT
COMMENTS
Watch Video: এও সম্ভব! নদীর বুকে ভাসতে ভাসতে যাচ্ছে গোটা পাঁচতলা বিল্ডিং!

Watch Video: নদীর বুকে ভাসমান পাঁচতলা বিল্ডিং!


চিন: 

হাইলাইটস

  1. ঘটনাটি চিনের ইয়ংজি নদীর বুকের ওপর ঘটেছে
  2. গোটা পাঁচতলা বিল্ডিং ভাসছে নদীর বুকে
  3. ভিডিওটা দেখে অবাক হচ্ছেন সকলেই

উইকএন্ডের শুরুতেই নতুন কিছু দেখতে চান? তাহলে চোখ রাখুন এই ভিডিওয় (Watch Video)। যাঁরাই ভিডিওটি দেখেছেন তাঁদেরই চক্ষুস্থির হয়ে গেছে সমস্তটা দেখে। গোটা পাঁচতলা বিল্ডিং ভাসছে (Floating Building) নদীর বুকে! 

ভয়াবহ সুনামিতে গুরুতর আহত ৪৪ জন

এমন তোলপাড় করা ঘটনা চিনের ইয়ংজি নদীর বুকের ওপর ঘটেছে। 


এক টুইটারেত্তি এই ভিডিও শেয়ার করে লিখেছেন, এই ধরনের কাজ একমাত্র চিনেই সম্ভব। নদীতে ভারী জিনিস ডুবে যায়। কিন্তু, এখানে দিব্য পাঁচতলা বিল্ডিং ভাসছে! 

বিষয়টি নিয়ে বিস্তর মাথা ঘামানোর আগে জানিয়ে দিই, এটা আসলে একটি ভাসমান রেস্তোরাঁ। কলকাতা শহরেও এরকম একটি হোটেল হয়েছে।

কীসের টানে প্রতিবছর এই শহরে বেড়াতে আসেন ১ লক্ষ পর্যটক?

আরেক টুইটারেত্তি জানিয়েছেন, এই ভাসমান হোটেলটিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছ জাহাজের সাহায্যে।  চিনের এক দৈনিক সংবাদপত্র জানিয়েছে, প্রশাসনের নির্দেশেই সরানো হচ্ছে হোটেলটিকে। কারণ, এই রেস্তোরাঁ থেকে দূষিত হচ্ছে ইয়ংজি নদী।

VIDEO: লুধিয়ানা : বিমানে রেস্তোরাঁ খুললেন ব্যবসায়ীপশ্চিমবঙ্গের খবর, কলকাতার খবর , আর রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড আর ক্রিকেটের সকল বাংলা শিরোনাম পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................