This Article is From Sep 28, 2019

"নির্মম, ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড": আমেরিকার গুলিবিদ্ধ হয়ে মৃত শিখ পুলিশ অফিসার

US Shot Dead: শেরিফ এড গঞ্জালেজ জানান, শিখ হারিস কাউন্টি শেরিফের সহকারী বছর চল্লিশের সন্দীপ সিং ধালিওয়ালকে ট্র্যাফিক বিরতিতে গুলিবিদ্ধ করা হয়

Sikh Police Officer সন্দীপ ধালিওয়াল ১০ বছর ধরে কাজ করছিলেন এবং ওই ট্রাফিক এজেন্সির প্রথম শিখ ডেপুটি ছিলেন।

হাউস্টন:

আমেরিকার মাটিতে ফের খুন এক প্রবাসী ভারতীয়। এক মার্কিন আধিকারিকের বক্তব্য অনুযায়ী টেক্সাসে (Texas) ট্র্যাফিক বিরতির সময় দাঁড়িয়ে থাকা এক ভারতীয়-মার্কিন শিখ পুলিশ অফিসারকে (Sikh Police Officer) লক্ষ্য করে একের পর এক গুলি ছোঁড়া হয়, ফলে মৃত্যু হয় তাঁর। ওই হত্যাকাণ্ডকে (US Shot Dead) নির্মম ও ঠাণ্ডা মাথার খুন বলে উল্লেখ করা হচ্ছে। শেরিফ এড গঞ্জালেজ জানিয়েছেন, শিখ হারিস কাউন্টি শেরিফের সহকারী বছর চল্লিশের সন্দীপ সিং ধালিওয়ালকে ট্র্যাফিক বিরতিতে গুলিবিদ্ধ করা হয়। তিনি ঘটনার বিবরণ দিয়ে জানান, দশ বছর ধরে ট্রাফিকের কাজ সামলানো প্রবীণ সন্দীপ ধালিওয়াল একটি গাড়িকে দাঁড়াতে বলেন । ওই গাড়ির ভিতরে ছিলেন একজন পুরুষ ও মহিলা। ওই ট্রাফিক পুলিশ আধিকারিক তাঁদের গাড়িটি থামাতে বললে গাড়ির মধ্যে থেকে একজন বেরিয়ে এসে তাঁকে লক্ষ্য করে সরাসরি একের পর এর গুলি চালান, লুটিয়ে পড়েন ওই শিখ ট্রাফিক পুলিশ আধিকারিক। গুলি চালানোর পরেই দেখা যায় ওই দুষ্কৃতী দৌড়ে একটি শপিং সেন্টারের মধ্যে ঢুকে যায়।'

'ইমরানের ভাষণ উস্কানিমূলক এবং ঘৃণা ভরা'' UN-এ ইমরানের ভাষণ প্রসঙ্গে বলে ভারত

সন্দীপ ধালিওয়ালের ড্যাশক্যাম ভিডিওটি দেখে তদন্তকারীরা ওই বন্দুকবাজের চেহারা কেমন তা চিহ্নিত করতে পেরেছে।

আধিকারিকরা জানিয়েছেন বন্দুকবাজ যে গাড়ি চালাচ্ছিল সেটিকে পাওয়া গেছে এবং তদন্ত করা হচ্ছে।

কমিশনার অ্যাড্রিয়ান গার্সিয়া বলেছেন, "ডেপুটি সন্দীপ ধালিওয়াল একজন পথপ্রদর্শক ছিলেন। তিনি অনেকের কাছেই উদাহরণ ছিলেন। তিনি শ্রদ্ধা ও গর্বের সঙ্গে নিজের কর্তব্য পালন করতেন এবং গোটা শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতেন।"

“সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাগ, দায়বদ্ধতা রয়েছে”, রাষ্ট্রসংঘে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গঞ্জালেজ বলেছেন, "ডেপুটি ধালিওয়াল একজন হৃদয়বান মানুষ হিসাবে পরিচিত ছিলেন। পোস্ট (হারিকেন) হার্ভে, যখন আমাদের সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন হয়েছিল, তিনি একটি ১৮ চাকার গাড়িতে করে লোক নিয়ে এসেছিলেন, অনেক সাহায্যও করেছিলেন"।

সেই রকম এক পুলিশ অফিসারের এই নির্মম মৃত্যু নাড়িয়ে দিয়েছে মার্কিন পুলিশ প্রশাসনকে। এই ঘটনার জোরদার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

নেতাজির অন্তর্ধান রহস্য জানতে চান?

.