This Article is From May 21, 2018

MANUU'র অধ্যক্ষ হিসেবে নির্ধারিত হলেন ফিরোজ বখত আহমেদ

ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের প্রপৌত্র হলেন ফিরোজ বখত আহমেদ

MANUU'র অধ্যক্ষ হিসেবে নির্ধারিত হলেন ফিরোজ বখত আহমেদ

মৌলানা আবুল কালাম আজাদের প্রপৌত্র হলেন ফিরোজ বখত আহমেদ

হায়দ্রাবাদ: ফিরোজ বখত আহমেদ, একজন শিক্ষাবিদ, সমাজ সেবক ও একজন কলামিস্ট। ওনাকে মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি (MANUU) তে অধ্যক্ষ হিসেবে আজ 3 বছরের জন্য নির্ধারিত করা হল। এই খবরটি আজ বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।
নিয়ামকের ঘোষণা অনুযায়ী, MANUU ইউনিভার্সিটিতে আজ বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক হিসেবে রাষ্ট্রপতি, ফিরোজ বখত বাবুকে এই বিশ্ববিদ্যালয়ের পঞ্চম অধ্যক্ষ হিসেবে ঘোষণা করলেন। মূলত,
জাফর সারেসওলার পর ফিরোজ বখত বাবু অধ্যক্ষ হলেন এই বিশ্ববিদ্যালয়ের । ফিরোজ বখত বাবু, ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের নিকট আত্মীয় ছিলেন।
প্রসঙ্গত, এই  বিশ্ববিদ্যালয়ের নামকরণ ও হয় মৌলানা আবুল কালামের আজাদের নামে, যিনি একজন পন্ডিত ব্যাক্তি ছিলেন, দুর্ধর্ষ লেখক, অসাধারণ বক্তার সাথে একজন সাহসী স্বাধীনতা সংগ্রামী ছিলেন। উনি স্বাধীন ভারতের শিক্ষা ক্ষেত্রে এক অন্যতম স্থান দিয়েছিলেন এবং স্বাধীন ভারতে প্রযুক্তি গত ও বৈজ্ঞানিক শিক্ষার স্রষ্টা তিনি। মনে রাখা দরকার
 উনি একজন অনবদ্ধ লেখক ছিলেন, হিন্দি ও উর্দু তে অনেক বই ও লিখেছেন। সাথে শিশু সাহিত্যেও উনি অনেক বই লিখেছেন।
 উনি একজন ফ্রিলান্স সাংবাদিক ও কলামিস্ট ছিলেন । ভারতের অনেক সংবাদ পত্রে ওনার লেখা ও প্রতিবেদন ও কলাম নিয়মিত প্রকাশিত হত ।
উনি মাদ্রাসার আধুনিকীকরণ ও উর্দু মাধ্যম স্কুলের উন্নতি করণের সাথে যুক্ত ছিলেন।
ওনাকে বিভিন্ন সময়, বিভিন্ন কমিটি ও অনুসন্ধান কমিটি আদালতে ডেকে পাঠাতেন বিচার সংক্রান্ত কাজে সাহায্য করার জন্য।
 MANUU'র প্রতিষ্ঠানের আগে থেকেই 1997 সাল থেকে তিনি এর সাথে যুক্ত। এমনকি তিনি প্রতিষ্ঠা সদস্য ও ছিলেন।
 প্রসঙ্গত, মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি (MANUU)মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি একটি কেন্দ্রীয় ইউনিভার্সিটি। এটি সংসদের আইন অনুযায়ী, সারা ভারতের আইনগত অধিকারে 1998 সালে প্রতিষ্ঠিত হয়। MANUU'র হেডকোয়ার্টার ও প্রধান ক্যাম্পাস গাছিবোলি, হায়দ্রাবাদে অবস্থিত। এটি ২০০একর জমির উপর তৈরি। উর্দু মাধ্যমে উচ্চ শিক্ষা প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিয়ে উর্দু নিয়ে পড়তে ইচ্ছুক মানুষদের সাহায্য করেছে এই ইউনিভার্সিটি। এখানে রেগুলার ও ডিস্টেন্স কোর্স আছে। সাথই
এই ইউনিভার্সিটি যে ডিস্টেন্স কোর্স শুরু হয় 1998 সালে এবং উর্দু মাধ্যমের রেগুলার কোর্সে  গবেষণামূলক কার্যক্রম 2004 সাল থেকে শুরু করা হয়।
বর্তমানে MANNU তাদের প্রতিষ্ঠান গুলিকে একসাথে দৃঢ় করতে ইচ্ছুক এবং তাদের বিশ্ববিদ্যালয় গুলিকে মধ্যস্থতার দ্বারা ভারতের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বিস্তার করতে ইচ্ছুক। উল্লেখ্য,
উর্দু মাধ্যমের ছাত্র ছাত্রীদের উন্নতির জন্য, এই ইউনিভার্সিটি শিক্ষা এবং গবেষণার দিক থেকে দূরদৃষ্টি, উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।  
 

.