This Article is From Nov 20, 2018

আগুন লেগে গেল চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউটে, হতাহতের খবর নেই

ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এই শহরে। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় শহরবাসী দৃশ্যতই সন্ত্রস্ত। মঙ্গলবার আগুন লেগে গেল চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের গবেষণাগারে।

আগুন লেগে গেল চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউটে, হতাহতের খবর নেই

মঙ্গলবার পূর্ব কলকাতার তপসিয়াতেও আগুন লাগার একটি ঘটনা ঘটে

কলকাতা:

ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এই শহরে। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় শহরবাসী দৃশ্যতই সন্ত্রস্ত। মঙ্গলবার আগুন লেগে গেল চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের গবেষণাগারে। যদিও, এই ঘটনায় কোনওরকম হতাহতের খবর নেই বলেই জানিয়েছেন দমকল কর্তারা। কালিঘাটে এই প্রতিষ্ঠানের মূল ভবনের পাশাপাশি থাকা জিন-সংক্রান্ত গবেষণাগারেই আগুন লেগে যায়। আগুন লাগার পর ঘন্টি বেজে উঠলে রোগী এবং রোগীর আত্মীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যদিও উদ্ধারকার্যে হাত লাগাতে হয়নি বলেই জানা গিয়েছে। দমকল কর্মীদের সন্দেহ, গবেষণাগারে থাকা মিটার বক্স থেকেই আগুন লেগে যায়। 

এছাড়া, মঙ্গলবার পূর্ব কলকাতার তপসিয়াতেও আগুন লাগার একটি ঘটনা ঘটে। 

বড়বাজারের পোস্তা অঞ্চলেও মঙ্গলবার একটি আগুন লাগার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

 

কলকাতা সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় খবর পড়তে চোখ রাখুন এখানে

.