This Article is From Oct 14, 2019

স্বামীর পরামর্শে কী প্রতিক্রিয়া কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

পারাকালা প্রভাবকরের (Parakala Prabhakar) প্রস্তাব, সর্দার বল্লভভাই প্যাটেলের মতোই বিজেপি আইনকন হতে পারত, অর্থনীতির রূপকার হতে পারত নরসিমা রাওয়ের মডেল

স্বামীর পরামর্শে কী প্রতিক্রিয়া কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

তাঁর অনুচ্ছেদে মনমোহন সিং এর অর্থনৈতিক সংস্কারের উল্লেখ করেন অর্থমন্ত্রীর স্বামী

নয়াদিল্লি:

দেশের নিম্নমুখী অর্থনীতিকে চাঙ্গা করতে পিভি নরসিমা রাও এবং মনমোহন সিং-এর অর্থনীতির মডেলকে গ্রহণ করা উচিত বিজেপির, সোমবার দ্য হিন্দু পত্রিকায় বের হওয়া একটি অনুচ্ছেদে এমনই মন্তব্য করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) স্বামী তথা অর্থনীতিবিদ পারাকালা প্রভাকর (Parakala Prabhakar)। আগে অন্ধ্রপ্রদেশের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কিত দফতরের উপদেষ্টা ছিলেন পারাকালা প্রভাকর, নেহেরু জমানার অর্থনীতির সমালোচনা করায় কেন্দ্রের শাসকদলের নিন্দা করেন তিনি, বলেন, দলের থিঙ্ক ট্যাঙ্ক এটা “ভাবতে পারছে না” যে, এই আক্রমণ অনেকটা রাজনৈতিক হয়ে যাচ্ছে। দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত ওই অনুচ্ছেদে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী বলেন, “আধুনিক বাজারি বিশ্বায়নের জগৎ-এ বাস্তবিক পদক্ষেপগুলি অখণ্ড মানবতা গড়ে তোলার মতো পদক্ষেপ থাকে না। তা সত্ত্বেও বিজেপি, সেই সীমাবদ্ধ এজেন্ডা থেকে নিজেদের মুক্ত করেছে, পুরোপুরিভাবে গ্রহণ করে, এবং  রাও-মনমোহন সিং জমানার অর্থনীতিকে আঁকড়ে ধরে”।

অযোধ্যা নিয়ে সুপ্রিম রায়ের সময় এগিয়ে আসায় অযোধ্যা জুড়ে ১৪৪ ধারা জারি

স্বামীর এই অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ২০১৪ থেকে ২০১৯, “আমরা প্রাথমিক সংস্কারগুলি করেছি”। পণ্য ও পরিষেবা কর চালু করা, আধার এবং রান্নার গ্যাসের ক্ষেত্রে কেন্দ্রের পদক্ষেপগুলি উল্লেখ করেন তিনি।  

পারাকালা প্রভাবকরের প্রস্তাব, সর্দার বল্লভভাই প্যাটেলের মতোই বিজেপি আইনকন হতে পারত, অর্থনীতির রূপকার হতে পারত নরসিমা রাওয়ের মডেল। এই অর্থনীতিবিদ লেখেন, “এখনও, এটাকে পুরোপুরিভাবে গ্রহণ করলে এবং অনুসরণ করলে, বিজেপি এবং নরেন্দ্র মোদি সরকার নেতত্বাধীন সরকার বর্তমানে, গভীর জলের নীচে ডুবে থাকা অর্থনীতিকে তুলে আনার দিশা খুঁজে পাবে। এরফলে বর্তমানে, বিজেপির অর্থনৈতিক স্থবিরতা ত্যাগ করতে পারবে। নাহলে, বৃহৎ অর্থনাতিক চিন্তাভাবনার নেতারা, টেলিভিশন চ্যানেলে বিশ্লেষণ করে যাবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ ফরওয়ার্ড করা হবে”।

গ্রেফতার হওয়া চার জঙ্গি নেতার বিচারপ্রক্রিয়া শুরু করুক পাকিস্তান: আমেরিকা

অনুচ্ছেদের শুরুতেই তিনি লেখেন, “যখন সরকার এখনও অস্বীকার করে চলেছে”, সামনে আসা তথ্য বলছে, একের পর এক ক্ষেত্র চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য গিয়ে যাচ্ছে। তিনি লেখেন, “যদিও সরকার, “তবে সরকার এখনও সেরকম কোনও লক্ষণ দেখাতে পারেনি, যাতে বোঝা যায়, অর্থনীতির রোগ ধরতে পেরেছে তারা। পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত হওয়ার প্রমাণ হওয়ারও খুব কম প্রমাণ রয়েছে”।

দেশের অর্থনীতি নিয়ে তাদের নিজেদের পরিষ্কার চিন্তাভাবনার উন্নতি সাধনে বিজেপির “অনির্বচনীয় অনিচ্ছা”, সম্পর্কে মন্তব্য করেন তিনি।

তিনি লেখেন, “নরসিমা রাও এবং তাঁর অর্থনৈতিক সঙ্গী মনমোহন সিং যে পদক্ষেপ করেছিলেন, তা আজও চ্যালেঞ্জ করার ঊর্দ্ধে। যে সমস্ত দলই সরকার গঠন করেছে, সরকারে অংশ নিয়েছে, সেই সংস্কারের পর থেকে যারা বাইরে থেকে সরকারকে সমর্থন করেছে, তাদেরও চ্যালেঞ্জের ঊর্দ্ধে। রাও-মনমোহন সিং এর তৈরি করা নীতি ত্রৈমাসিক শতাব্দীতে অব্যহৃত ছিল”।

আজকের সেরা খবরগুলি দেখতে ক্লিক করুন: 

.