This Article is From Mar 14, 2019

আচমকা ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধ হওয়ায় টুইটারে ক্ষোভে ফেটে পড়ল বিশ্ববাসী

সমস্যার সূত্রপাত হতে না হতেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অভিযোগ তোলেন।

আচমকা ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধ হওয়ায় টুইটারে ক্ষোভে ফেটে পড়ল বিশ্ববাসী

বেশ কিছু ব্যবহারকারীর জন্য সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ফেসবুক ও ইনস্টাগ্রাম

নিউ দিল্লি:

ফেসবুক ও ইনস্টাগ্রাম বেশ কিছুটা সময় কাজ বন্ধ করে দেওয়ায় টুইটারে বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেন। ফেসবুকের তরফে জানানো হয় খুব শীঘ্রই তারা সমস্যার সমাধান করে ফেলবে।

সমস্যা শুরু হওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অভিযোগ শুরু করে।

আরও পড়ুনঃ পোস্টকার্ডে লিখে জানান কী বদলাতে চান সমাজে: অভিনব পন্থা দিল্লিতে

downdetector.com তরফে জানানো হয় ভারতীয় সময় অনুযায়ী রাত ৯.৩০ নাগাদ ফেসবুক বিগড়ে বসে। তার কিছুক্ষণের মধ্যেই ফেসবুকের অধীনে থাকা ইনস্টাগ্রামও বন্ধ হয়ে যায় বলে জানানো হয় ওই রিপোর্টে। ফেসবুক মেসেঞ্জারেও সমস্যা দেখা দেয় বলে অনেকে জানিয়েছেন।
 

অনেকেই বলেন তারা কোনও ম্যাসেজ করতে পারছিলেন না। অ্যাপটা নতুন করে ইনস্টল করার পর আর লগ ইন করাও যাচ্ছিল না। অনেকে জানান ইনস্টাগ্রামে তাদের স্টোরিও ক্র্যাশ করে গিয়েছে।

টুইটারে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ।

 

 

.