This Article is From Aug 21, 2019

"আমার বাবার চোখ উধাও":মর্গে অভিযোগ জানালেন কলকাতার এক ব্যক্তি

রবিবার রাস্তায় পড়ে মাথায় চোট পেয়েছিলেন ৬৯ বছরের শম্ভুনাথ দাস। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

কলকাতার রাজ্য পরিচালিত হাসপাতালের কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি প্যানেল গঠন করেছে।

কলকাতা:

এবার কলকাতার একটি হাসপাতাল (Kolkata hospital) থেকে উধাও হয়ে গেল এক মৃত ব্যক্তির চোখ। এক মৃত ব্যক্তির দেহ তাঁর পরিবারের হাতে হস্তান্তরের সময় দেখা যায় ওই লাশের থেকে নিখোঁজ ছিল তাঁর চোখটি, মঙ্গলবার কলকাতার রাজ্য পরিচালিত হাসপাতালের কর্তারা এই অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দেন। রবিরার রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা গেছে, রবিবার রাস্তায় পড়ে মাথায় চোট পেয়েছিলেন ৬৯ বছরের শম্ভুনাথ দাস। আরজি কর মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পরে তাঁর দেহটি (Dead body) হাসপাতালের মর্গে (Morgue) রাখা হয়।

কলকাতার বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ৯২ বছরের এক বৃদ্ধের

"ময়না তদন্তের পরে যখন দেহটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছিল তখন আমরা দেখতে পেলাম যে আমার বাবার চোখ ছিল না। আমরা যখন জিজ্ঞাসাবাদ করি তখন মর্গের কয়েকজন কর্মচারী বলেন যে তাঁর চোখ ইঁদুরে খেয়ে নিয়েছে" ওই ব্যক্তির ছেলে সুশান্ত জানান এ কথা ।

তিনি পরে লিখিতভাবে গোটা ঘটনার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। তারপরেই বিষয়টি দেখার জন্য তিন সদস্যের একটি প্যানেল গঠন করা হয়, জানিয়েছেন হাসপাতালের আধিকারিকরা ।

ফের খুন বিজেপি নেতা! হুগলির চুঁচুড়ার খালে মিলল ওই নেতার দেহ,ঘটনায় চাঞ্চল্য

সোমবার মৃত ব্যক্তির ছেলে সুশান্ত কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়ার পরেই বিষয়টি নিয়ে হাসপাতাল চত্বরে হৈচৈ পড়ে যায়।

.