This Article is From Jun 30, 2019

সিউড়িতে বিস্ফোরণ, উড়ে গেল ক্লাবঘরের ছাদ

এদিন ভোররাত ২টো নাগাদ বিস্ফোরণের খবর শুনে স্থানীয়রা ছুটে যান ক্লাব সংলগ্ন এলাকায়।

সিউড়িতে বিস্ফোরণ, উড়ে গেল ক্লাবঘরের ছাদ
সিউড়ি:

বীরভূমের সিউড়িতে বিস্ফোরণে উড়ে গেল ক্লাবঘরের ছাদ। এমনটাই জানিয়েছে পুলিশ। তবে বিস্ফোরণে হতাহতের খবর পাওয়া যায়নি। এদিন বীরভূমের মল্লারপুর স্টেশন সংলগ্ন মেঘদূত ক্লাব সংলগ্ন এলাকায় বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ক্লাবঘরটির ছাদ উড়ে যায়, পাশাপাশি দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়। এদিন ভোররাত ২টো নাগাদ বিস্ফোরণের খবর শুনে স্থানীয়রা ছুটে যান ক্লাব সংলগ্ন এলাকায়। ক্ষতিগ্রস্ত ক্লাঘরটি থেকে ধোঁয়া বের হতে দেখেন তাঁরা। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, “ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। মামলা রুজু করা হয়েছে”। ঘটনায় একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছে তৃণমূল ও বিজেপি।

ঝাড়গ্রামে এক ব্যক্তিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি

বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “ক্লাবে বিস্ফোরক সামগ্রি রেখেছিল বিজেপি। যার কারণেই এই ঘটনা”। অন্যদিকে, বীরভূম জেলা বিজেপির এক নেতা বলেন, “বিস্ফোরণের পিছনে দায়ী তৃণমূল”। যদিও ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন ক্লাব কর্তারা।

.