This Article is From Nov 19, 2018

পাঞ্জাবের প্রার্থনা গৃহে গ্রেনেড হানা , মৃত 3, আহত 20: সূত্র, নেপথ্যে খালিস্থানি আতঙ্ক?

এই ঘটনায় (Bomb Blast in Amritsar) ২০ জন আহত হয়েছে, এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

কোনও  সন্ত্রাসবাদী সংগঠনের হাত  থাকতে পারে বলে মনে করা হচ্ছে ।

হাইলাইটস

  • অমৃতসরে বিস্ফোরণের ঘটনায় নতুন তথ্য উঠে এল
  • হামলার সঙ্গে জঙ্গি যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে
  • কয়েকটি সূত্রকে সামনে রেখে তদন্ত করছে পুলিশ
অমৃতসর:

 পাঞ্জাবের অমৃতসরের রাজসাঁসী গ্রামের নিরানকারী ভবনে গ্রেনেড বিস্ফরণে (Explosion At Prayer Hall In Amritsar)   রবিবার  তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 20 জন।   

 ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা করেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দ সিং। নিহতদের পরিবারকে  পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন  তিনি। প্রাথমিক ভাবে  জানা  গিয়েছে  দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে  নিরানকারী ভবনের কাছে  বিস্ফোরক কিছু    (Explosion At Prayer Hall In Amritsar)  ফেলে যায়। সেই সময় সেখানে কিছু ধর্মীয় অনুষ্ঠান চলছিল।  আর তার পরই ঘটে বিস্ফোরণ। প্রতি রবিবার  হাজার হাজার মানুষ এখানে প্রার্থনা  করতে  আসেন।  এদিনও এসেছিলেন। গ্রেনেড হানার  সময়ও প্রায়  পাঁচশো জন  ভেতরেই  ছিলেন। ঘটনার পর সমস্ত  নিরাপত্তা  সংস্থাকেই সতর্ক  থাকতে  বলা  হয়েছে।   সিসিটিভি ক্যামরার সাহায্যে  আততায়ীদের সন্ধান শুরু হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রদেশ  কংগ্রেস সভাপতি সুনীল  ঝাকর।  তিনি বলেন,  স্বজন হারাদের সমবেদনা জানাই। আমরা তাঁদের পাশে  আছি। তাঁর মতে  পাঞ্জাবকে নতুন  করে অশান্তি তৈরি করতেই হামলা  হয়েছে।দিল্লির মুখ্যমন্ত্রী  অরবিন্দ কেজরিওয়াল বলেছেন এই  ধরনের হামলা কাপুরুষতার পরিচায়ক।

কয়েক দিন আগেই খবর পাওয়া যায় চার সন্দেহভাজন জঙ্গি পাঠানকোটে বন্দুক দেখিয়ে একটি গাড়ি ছিনতাই  করেছে।

পাঞ্জাব  পুলিশের ডিজি  সুরেশ  আরোরা  বলেছেন এর পেছনে কোনও  সন্ত্রাসবাদী সংগঠনের হাত  থাকতে পারে। সূত্রের  খবর খালিস্থানি জঙ্গি  সংগঠনের হাত  আছে  কিনা  দেখা  হচ্ছে।  

 

.