This Article is From Aug 18, 2019

‘পুলিশি নিরাপত্তা’র আর্জি জানালেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়

শনিবার রাতে তাঁকে না জানিয়েই নিরাপত্তা তুলে নেয় লালবাজার (Lalbazar)।

‘পুলিশি নিরাপত্তা’র আর্জি জানালেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন শোভন চট্টোপাধ্যায়

কলকাতা:

জোড়াফুল থেকে আপাতত শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) ঠাঁই পদ্ম শিবিরে। তারপরই কেড়ে নেওয়া হল কলকাতার প্রাক্তন মেয়র (Former Kolkata Mayor) ও মন্ত্রীর নিরাপত্তা । শনিবার রাতে তাঁকে না জানিয়েই নিরাপত্তা তুলে নেয় লালবাজার । কলকাতা পুলিশের এই পদক্ষেপের পিছনে শাসক শিবির তৃণমূলের (TMC ) প্রতিহিংসাপরায়ণ মানসিকতার দেখছেন তিনি। রবিবার সরাসরি কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে  ই-মেল করেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া  শোভন (Sovan Chatterjee)। ই-মেলে প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে নিরাপত্তা ফেরানোর দাবি জানিয়েছেন বেহালা পূর্বের বিধায়ক। ই-মেলে তিনি লেখেন, ‘১৯৯৫ থেকে তাঁর সঙ্গে সরকারি নিরাপত্তারক্ষীরা ছিল৷ কলকাতা কর্পোরেশনের  মেয়র ও রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে জেড ক্যাটাগরির  নিরাপত্তা  পেতাম আমি৷ কিন্তু পরে কোনও অজ্ঞাত কারণে আমার নিরাপত্তা কমানো  হয়৷ ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় আমাকে৷

ওই মেলে তাঁর সংযোজন, ‘২০১৮-র ২২ নভেম্বর মন্ত্রী ও মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পরও,  আমার নিরাপত্তা   কমানো হয়নি৷ কারণ,  আমার প্রাণহানির আশঙ্কা সম্পর্কে রাজ্য সরকার ও  পুলিশ অবগত ছিল। কিন্তু, ১৪ই অগস্ট ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দেওয়ার পরই শনিবার রাতে নিরাপত্তা কেড়ে নেওয়া হল।'  

কলকাতার প্রাক্তন মেয়রের অভিযোগ, নিজের  স্ত্রীর কারণেই তাঁর সামাজিক সম্মান ও নিরাপত্তা প্রশ্নের সামনে। তিনি লিখেছেন, ‘আমার স্ত্রী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chaterjee)  আমার বিরুদ্ধে ষড়যন্ত্র (conspiracies)  করছেন, তা সকলেরই জানা। ফলে আমাকে নিরাপত্তা  ফিরিয়ে দেওয়া হোক।' তাঁর প্রতি হামলার কথা তুলে ধরতে গিয়ে রায়চকে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)  ও বান্ধবী বৈশাখীর পরিবারের উপর স্থানীয়দের চড়াও হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.