This Article is From Jan 30, 2019

ধার শোধ করতে না পারার জন্য গুলি করে মারা হল এক ব্যক্তিকে, গ্রেফতার ২

দিল্লির কাছে রোহিণী জেলার বেগমপুর এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক সন্দেহজনক গাড়ির ভিতর থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ।

ধার শোধ করতে না পারার জন্য গুলি করে মারা হল এক ব্যক্তিকে, গ্রেফতার ২

গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় কার্তুজের খোল

নিউ দিল্লি:

দিল্লির কাছে রোহিণী জেলার বেগমপুর এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক সন্দেহজনক গাড়ির ভিতর থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মাঝরাতে ঘটনাটি ঘটে বলে পুলিশের অনুমান।

অমিত শাহ'র সভার পর সংঘর্ষ, আপনার দলকে সামলান, মমতাকে বললেন ক্ষুব্ধ রাজনাথ

পুলিশ জানায়, রোহিণীর সেক্টর ২৭-এ একটি গাড়ির ভিতরে একটা মৃতদেহ পড়ে আছে বলে জানানো হয় তাদের। গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় কার্তুজের খোল। মৃত ব্যক্তির নাম শ্রীপাল। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে মঙ্গেশ (২৪) ও ধর্মেন্দ্র (২০)-কে। তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃহ অস্ত্রটিও উদ্ধার করা হয়। 

৮ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার ৩ সাংবাদিক ও ১ পুলিশ অফিসার

পুলিশ জানায়, জেরার মুখে ওই দুজন স্বীকার করে নেয় যে, শ্রীপাল তাদের থেকে ১২ লক্ষ টাকা ধার করেছিল। কিন্তু, সে কিছুতেই তা ফেরত দিচ্ছিল না।  তা নিয়ে দু'পক্ষের বচসা শুরু হলে শ্রীপালকে একটি প্রত্যন্ত অঞ্চলে ধরে নিয়ে গিয়ে গুলি করা হয়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.