This Article is From Sep 15, 2019

Engineer's Day 2019: ইঞ্জিনিয়ার মানেই অধ্যাবসায় আর সংকল্প! টুইটে লিখলেন প্রধানমন্ত্রী

Engineer's Day 2019: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) টুইটারে জানিয়ে দিলেন ‘‘ইঞ্জিনিয়াররা অধ্যাবসায় এবং সংকল্পের সমার্থক।’’

Engineer's Day 2019: ইঞ্জিনিয়ার মানেই অধ্যাবসায় আর সংকল্প! টুইটে লিখলেন প্রধানমন্ত্রী

Engineer's Day 2019: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মোক্ষগুন্ডম বিশ্বেভার্যর জন্মদিন উপলক্ষে টুইটারে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

নয়াদিল্লি:

রবিবার ১৫ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার দিবস (Engineers' Day)। ভারত, শ্রীলঙ্কা ও তানজানিয়ায় দিনটি পালিত হয় ‘ভারতরত্ন' জয়ী কিংবদন্তি ইঞ্জিনিয়ার স্যার মোক্ষগুন্ডম বিশ্বেভার্যর ( Sir MV) জন্মদিন হিসেবে। ১৮৬১ সালের এই দিনে বর্তমান কর্নাটকের মুদ্দেনাহাল্লি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) টুইটারে মোক্ষগুন্ডম বিশ্বেভার্যর জন্মদিন উপলক্ষে জানিয়ে দিলেন ‘‘ইঞ্জিনিয়াররা অধ্যাবসায় এবং সংকল্পের সমার্থক।'' ১৯৫৫ সালে স্যার এমভিকে (ওই নামেই তিনি অধিক প্রসিদ্ধ) ‘ভারতরত্ন' দেওয়া হয়। ভারতের আটটি বিশ্ববিদ্যালয় থেকেও তাঁকে সাম্মানিক ডিগ্রি প্রদান করেছে। তিনি মাইসুরুর উত্তর-পশ্চিম শহরতলির কৃষ্ণ রাজা সাগরা বাঁধের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ছিলেন। এছাড়াও হায়দরাবাদের বন্যা সুরক্ষা ব্যবস্থারও মুখ্য স্থপতিও তিনিই ছিলেন।

প্লাস্টিকের বোতল ও টায়ারের বাগান! বাংলার ফরেস্ট আধিকারিকের অভিনব উদ্যোগ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মোক্ষগুন্ডম বিশ্বেভার্যর জন্মদিন উপলক্ষে টুইটারে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি লেখেন, ‘‘বিখ্যাত ইঞ্জিনিয়ার ও ভারতরত্ন এম বিশ্বেভার্যকে জানাই শ্রদ্ধা। তাঁর জন্মদিন পালিত হয় ইঞ্জিনিয়ার দিবস হিসেবে। আজকের দিনে সমস্ত ইঞ্জিনিয়ারকে শুভেচ্ছা জানাই।''

সাশ্রয়ী ঘর তৈরিতে উৎসাহ দিতে ১০,০০০ কোটি টাকার তহবিল ঘোষণা অর্থমন্ত্রীর

বিখ্যাত ব্যবসায়ী ও মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রাও টুইটারে সকলকে ইঞ্জিনিয়ার দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি ছোট ভিডিও পোস্ট করেন। তিনি লেখেন, ‘‘এটা চমকপ্রদ যে ইঞ্জিনিয়ার দিবস পালিত হচ্ছে রবিবারে। আমার ধারণা ইঞ্জিনিয়ারদের মস্তিষ্ক রবিবারেও কাজ করে।''

তিনি যে ভিডিও শেয়ার করেন তাতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট মেয়েকে। সে একটা কার রেস ট্র্যাক তৈরি করছে। আনন্দ লেখেন, ‘‘মাহিন্দ্রায় আমরা আমাদের অতীত ও বর্তমানের ইঞ্জিনিয়ারদের সাফল্য উদযাপন করি। এবং এই ফিল্ম   দেখাচ্ছে আমরা আমাদের ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদের সাফল্যও উদযাপন করি।''

১৯০৯ সালের নভেম্বর মাসে মাইসুরুর মুখ্য ইঞ্জিনিয়ার হন স্যার এম বিশ্বেভার্য। ১৯১২ সালে তাঁকে রাজ্যের দিওয়ান (দ্বিতীয় মন্ত্রী) করা হয়। সাত বছর তিনি দিওয়ান ছিলেন। ১৯১৭ সালে রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের মূল কারিগর ছিলেন তিনিই।

বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকেই তাঁর ১৫৮তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও এই উপলক্ষে সমস্ত ইঞ্জিনিয়ারকে শ্রদ্ধা জানান।

.