This Article is From Dec 11, 2019

এ কী Kuch Kuch Hota Hai 2 এর পোস্টার! করণ জোহর ফাঁস করলেন রহস্য

এবার দেখার কাজল এবং রানী মুখার্জির কী প্রতিক্রিয়া হয় করণ জোহরের এই পোস্টে।

এ কী Kuch Kuch Hota Hai 2 এর পোস্টার! করণ জোহর ফাঁস করলেন রহস্য

শাহরুখ খান, কাজল এবং রানী মুখার্জিকে ছাড়া "কুছ কুছ হোতা হ্যায়" কে যেন ভাবাই যায় না

হাইলাইটস

  • নিজের ভিতরে টিনাকে বের করে এনেছিলেন গৌরী খান, লিখেছেন করণ জোহর
  • রাহুলের মত সেজেছিলেন করণ জোহর
  • ছবি পরিচালনা করেছিলেন করণ জোহর
নয়াদিল্লি:

শাহরুখ খান, কাজল এবং রানী মুখার্জিকে ছাড়া "কুছ কুছ হোতা হ্যায়" কে যেন ভাবাই যায় না। এরকম ভাবনা যদি আপনার থাকে, তাহলে আপনি করণ জোহরের লেটেস্ট ইনস্টাগ্রাম পোস্টে একবার অবশ্যই চোখ রাখুন। আসলে করণ জোহর ইনস্টাগ্রামে কুছ কুছ হোতা হ্যায়কে  রিক্রিয়েট করেছেন , যেখানে তার সঙ্গে দেখা যাচ্ছে গৌরি খান এবং কাজল আনন্দকে। পোস্টারে গৌরী খান যেন পুরো টিনা (মানে ছবিতে যে চরিত্রে অভিনয় করেছিলেন রানী), অঞ্জলীর  লুককে রিক্রেয়েট করেছেন কাজল আনন্দ। আর করণ ? তিনি অবশ্যই রাহুল ! তাহলে ছবিতে শাহরুখ খান কী করছেন? তাই তো মুখ কুচকে শাহরুখ খান এটা করছেন কী? নিজের পোস্টে সবশেষে করণ লিখেছেন নব্বইয়ের বলিউডের থিম পার্টি ছিল । আর সেখানেই এই ছবিটি তোলা হয়েছে।

ইনস্টাগ্রাম প্রোফাইলে  এই ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে করণ লিখেছেন, " দারুন ব্রেকিং নিউজ। আমাদের প্রিয় বন্ধুদের নব্বইয়ের বলিউডের থিম পার্টিতে আমরা গিয়েছিলাম। তাই  কুছ কুছ হোতা হ্যায়! এটা আমাদেরই ছিল।" গৌরি খান নিজেকে একেবারে টিনার মতই পেশ করেছিলেন। কাজল আনন্দ ঠিক যেন অঞ্জলি আর রাহুল অবশ্যই আমি। তবে এত কিছুর মধ্যে অবশ্যই মিস করবেন না, ছবিতে শাহরুখ খানকে! যে আমাদের পোস্টার রেক্রিয়েশনকে  খারাপ করতে উঠে পড়ে লেগেছিল।" এবার দেখার কাজল এবং রানী মুখার্জির কী প্রতিক্রিয়া হয় করণ জোহরের এই পোস্টে।

আসুন দেখে নিই করণ জোহরের পোস্টটি

১৯৯৮ সালে বলিউড ছবির মধ্যে সবথেকে বেশি লাভ করেছিল "কুছ কুচ হোতা হ্যায়।" ১০ কোটি টাকা বাজেটের এই ছবিটি ব্যবসা করেছিল গোটা বিশ্বে প্রায় ১০০ কোটি টাকারও বেশি। ছবিতে সানা সৈয়দ, ফরিদা জালাল, অনুপম খের এবং অর্চনা পুরান সিং অভিনয় করেছিলেন। ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন সলমন খান। এ বছরের অক্টোবরে কুছ কুছ হোতা হ্যায় রিলিজের ২১ বছর পূর্ণ হয়।

.