This Article is From Nov 11, 2019

''বিষ প্রয়োগ'' করে খুন হাতি! মৃত্যুর জন্য দায়ী মাহুত?

বার্ধক্য কি মস্ত অভিশাপ প্রাণীজগতে? তাই কি বয়স হয়ে গেছে, অতএব অবাঞ্ছিত--- সম্ভবত এই অজুহাতে খুন হয়ে গেল একটি হাতি (elephant)?

''বিষ প্রয়োগ'' করে খুন হাতি! মৃত্যুর জন্য দায়ী মাহুত?

হাতির দেহের ময়নাতদন্তের নির্দেশ

বেগুসরাই, বিহার:

বার্ধক্য কি মস্ত অভিশাপ প্রাণীজগতে? তাই কি বয়স হয়ে গেছে, অতএব অবাঞ্ছিত--- সম্ভবত এই অজুহাতে খুন হয়ে গেল একটি হাতি (elephant)? শুনে খটকা লাগলেও বিহারের বেগুসরাই (Bihar's Begusarai district) রবিবার এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষ্মী। প্রশাসন জানিয়েছে, বিষপ্রয়োগ করে (poisoned) মেরে ফেলা হয়েছে হাতিটিকে। এবং অভিযোগের তির দুই মাহুত মহম্মদ গয়াস এবং মহম্মদ শামসাদের দিকে। 

রাজ্যের প্রায় ১০০ শতাংশ শিশুই টিকাকরণের আওতাধীন: মুখ্যমন্ত্রী মমতা

খবর, তাইপুর গ্রামের একটি পরিবারের পোষ্য ছিল মৃত হাতি। সেই পরিবারেরই মহ, মাকসুদ অভিযোগ দায়ের করেছেন স্থানীয় প্রশাসনের কাছে। তদন্তকারী অফিসার শ্রী সিংহ জানিয়েছেন, বার্ধক্য না দাঁতের লোভে মেরে ফেলা হয়েছএ হাতিটিকে, স্পষ্ট নয় এখনও। প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। পাশাপাশি, খবর দেওয়া হয়েছে বেগুসরাই বনবিভাগকেও। ময়নাতদন্তের পর বনবিভাগের তত্ত্বাবধানেই দেহ কবর দেওয়া হবে হাতির, জানিয়েছে বেগুসরাই প্রশাসন।  

.