
লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু সকাল ৮টায়।৫৪২ আসনে এবার প্রতিদ্বন্দ্বীতা করেন ৮,০০০ প্রার্থী। এবারই প্রথম লোকসভা নির্বাচনে ইভিএমের সঙ্গে যোগ করা হয়েছে ভিভিপ্যাট পেপার ট্রায়াল মেশিন। এগজিট পোলের ইঙ্গিত, ২০১৪ এর মতোই আসনে জিততে চলেছে বিজেপি এবং অনায়সে সরকার গড়তে চলছে তারা। এগজিট পোলের এগ্রিগেটর পোল অফ পোলসের ইঙ্গিত, ৫৪৩ আসনের মধ্যে ৩০২ টি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। কংগ্রেস এবং তাদের জোট পেতে পারে ১২২টি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদলগুলির মধ্যে ব্যাপক বাক্য বিনিময় এবং জোরদার প্রচার চলেছে বিজেপি। নরেন্দ্র মোদীর শক্তিশালী নেতৃত্ব তুলে ধরতে বালাকোট বিমান হানার কথা তুলে ধরেছে বিজেপি। জাতীয়তাবাদের ব্যাপক প্রচার চলেছে। অর্থনীতি, কৃষি এবং চাকরির নিয়ে প্রচার চালিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
নজরকাড়া প্রার্থীদের মধ্যে বারণসী কেন্দ্রের প্রার্থী নরেন্দ্র মোদী এবং আমেঠি ও কেরলের ওয়ানাদের প্রার্থী রাহুল গান্ধী। এই প্রথমবার একের বেশী আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন রাহুল গান্ধী। এবারের নির্বাচনে ৯০.৯৯ কোটি ভোটারের মধ্যে ৬৭.১১ শতাংশ ভোটদান করেন।
চার রাজ্যে বিধানসভা নির্বাচনেরও গণনা হবে। তাদের মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা., অরুণাচল প্রদেশ, সিকিম। লোকসভার সঙ্গে সঙ্গেই এই জায়গাগুলিতে নির্বাচন হয়।
Election Results: একই সময়ে ভোপালে প্রতিদ্বন্দ্বীরা
সংবাদমাধ্যমের মুখোমুখি রাহুল গান্ধী
রাহুল গান্ধী: যারা কংগ্রেসের মতাদর্শে বিশ্বাসী তাঁদের বলব, "ভয় পাবেন না"
Lok Sabha Election Results 2019: প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানালেন ইমরান খান
জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
সাংবাদিক সম্মেলন এড়াতে পারেন রাহুল গান্ধী
Results 2019: "কী হয়েছে, তা নিয়ে বিবেচনা করার জন্য আমাদের কিছুটা সময় লাগবে", বললন শশী তারুর।
কংগ্রেসের খারাপ ফল নিয়ে NDTV কে প্রতিক্রিয়া শশী তারুরের।
"আমি দেখতে পারছি না ...আমরা আরও বেশী সংখ্যক আসন পাওয়ায় আত্মবিশ্বাসী ছিলাম। আমাদের অনেকেই হতচকিত। কী হয়েছে, তা নিয়ে বিবেচনা করার জন্য আমাদের কিছুটা সময় লাগবে, আমাদের কী ভুল ছিল, এবং বিজেপি কী ঠিক করেছে"।
Election Results 2019: আপের অতিশি ও কংগ্রেসের অরবিন্দ সিং লাভলিকে কটাক্ষ গৌতম গম্ভীরের
পূর্ব দিল্লিতে এগিয়ে গৌতম গম্ভীর। "না এটা 'লাভলি' কভার ড্রাইভ, না 'অতিশি' বোলিং, এটা শুধুমাত্র বিজেপির গম্ভীরের মতাদর্শ, যাকে মানুষ সমর্থন করেছে"।
General Election Results 2019 : নভোজ্যৎ সিং সিধুকে দায়ী করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী
দলের নেতা নভোজ্যৎ সিং সিধুকে দায়ী করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি বলেন, "ভারতীয়রা বিশেষ করে চাকরিরতরা পাকিস্তানী সেনাপ্রধানের সঙ্গে কোলাকুলি সহ্য করবেন না"।
Facing defeat,Congress's @HariprasadBK2 arrives at the #BengaluruSouth counting centre again this afternoon.Greeted by supporters in a subdued fashion.The BJP's @Tejasvi_Surya has an unbeatable lead here. Reflecting BJP dominance in Karnataka's 28 seats #ResultsWithNdtvpic.twitter.com/4cmU0izL5K
- Maya Sharma NDTV (@MayaSharmaNDTV) May 23, 2019
Union Minister Nitin Gadkari addresses media after massive BJP victory
- NDTV (@ndtv) May 23, 2019
Watch LIVE now on https://t.co/Fbzw6mR9Q5 and NDTV 24x7#ResultsWithNDTV#ElectionResults2019https://t.co/5AoDRpduJK
Lok Sabha Poll Results 2019: নীতিন গড়করি বলেন, "মানুষ যা চেয়েছে, তাই চূড়ান্ত"
"মানুষ যা চেয়েছে, তাই চূড়ান্ত"।সেটাই গণতন্ত্র।
এতে আমরা সন্তুষ্ট, এবং আমি শুধুমাত্র বলতে পারি, সবাইকে বিনয়ের সঙ্গে এটা গ্রহণ করা উচিত।
Results 2019: বিজেপি সদর দফতরে অমিত শাহকে অভিনন্দন জানানো হল
বিজেপি সদর দফতরে পুষ্পবৃষ্টিতে বিজেপি সভাপতি অমিত শাহকে অভিনন্দন জানালেন সমর্থকরা।
Election Results 2019: বারাণসীতে এগিয়ে প্রধানমন্ত্রী মোদী
বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদী
Lok Sabha Election Results 2019: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন ভ্লাদিমির পুতিন।
Elections 2019: এগিয়ে সানি দেওল, হেমা মালিনি।হেমা মালিনির স্বামী এবং সানি দেওলের বাবা ধর্মেন্দ্র তাঁদের সমর্থনে প্রচার করেন।
Lok Sabha Election Results 2019: প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানালেন বিশ্বের নেতারা
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং "তাঁর নেতৃত্বে ভোটে জয়ের জন্য অভিনন্দন জানান"।
বেঞ্জামিন নেথানিউ স্বাগত জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথিলিপালা সিরিসেনা, প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঙ্ঘে, বিরোধী দলনেতা মহেন্দ্র রাজাপক্ষে।
General Election Results 2019 - PM Modi Tweets: সবকা সাথ, সবকা বিকাশ।
প্রধানমন্ত্রী ট্যুইট করেন, "সবকা সাথ, সবকা বিকাশ, আমরা সবাইকে নিয়ে সবার উন্নয়ন করেছি।সবাইকে নিয়ে আমাদের শ্রীবৃ্দ্ধি হয়েছে। আমরা সবাইকে নিয়ে শক্তিশালী এবং মজুবত ভারত তৈরি করব। আবারও ভারতের জয়"।
বিজেপি সভাপতি ট্যুইট করেন, "এই জয় ভারতের জয়। এই জয় যুবকদের আশা, গরীব, কৃষকদের। এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের, এবং তাঁর প্রতি মানুষের বিশ্বাসের। কোটি কোটি বিজেপি কর্মীদের তরফে আমি নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাচ্ছি"।
#WATCH TMC Candidate from Asansol, Moon Moon Sen reacts on present trends,she is trailing BJP candidate Babul Supriyo by over 65,000 votes. #WestBengalpic.twitter.com/LFYfTTMMzb
- ANI (@ANI) May 23, 2019
Election Results 2019: তৃণমূল নেতা চন্দন মিত্র বললেন, বাংলায় "সরকার গড়ার অপেক্ষায়"বিজেপি
General Election Results 2019: সন্ধ্যায় কংগ্রেস অফিসে যাবেন রাহুল গান্ধী
বিকেল ৪টে থকে সাড়ে ৪ টর মধ্যে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিবৃতি দিতে পারেন।
" আবারও ইতিহাস সৃষ্টি হল": বিএস ইয়েদুরাপ্পা
কর্ণাটকের বিজেপি সভাপতি বিএস ইয়েদুরাপ্পা বলেন, "জেডিএস-কংগ্রেসের অহংকার এই ফল দিল।আবারও ইতিহাস তৈরি হল।প্রধানমন্ত্রী সম্পর্কে যাঁরা অসম্মানজনক কথা বলেন, বিশেষ করে সিদ্ধারামাইয়া এবং রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত"।
Election Results 2019 : " খুব ভাল বন্ধু": প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেথানিউ। ট্যুইটে তিনি লেখেন, "বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে ভোটের ফল আপনার নেতৃত্বকে আরও জোরালো করে তুলল। আমরা একসঙ্গে ভারত ও ইজরায়েলের বন্ধুত্ত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাব।
Election Results: রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন সনিয়া গান্ধী।ফলাফল নিয়ে তাঁদের আলোচনা হয়।
গোয়ায় মনোহর পারিকরের আসনে হার বিজেপির
২৫ বছর গোয়ার পানাজি বিধানসভা কেন্দ্রটি ধরে রেখেছিল বিজেপি,বৃহস্পতিবার আসনটি কংগ্রেসের কাছে হারল বিজেপি।মার্চে মনোহর পারির্কীরের মৃত্যুর পর পানাজি আসনটি খালি হয়।
Election Results 2019: বড় উৎসবের প্রস্তুতি, সন্ধ্যায় সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী মোদী।
দিল্লিতে বিজেপির সদর দফতরে তৈরি হচ্ছে 'লাড্ডু কেক'
https://giphy.com/gifs/Y3MIqCzsru18gMNyDr?utm_source=iframe&utm_medium=embed&utm_campaign=Embeds&utm_term=http%3A%2F%2Fwebapps.ndtv.com%2FAdmin%2Fstripy%2Fstripspecial.htm
Election Results 2019: নিজামাবাদে পিছিয়ে কেসিআরের কন্যা
নিজামাবাদ লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বীতা করছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা।
Lok Sabha Elections 2019: ফলাফলের ট্রেন্ড থেকেই "মৌনতা" ভাঙলেনপ্রজ্ঞা ঠাকুর।
ব্রতভঙ্গ করে ফলাফলের ট্রেন্ড নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর। সাংবাদিকদের নিজের বাড়িতে তিনি বলেন, "মানুষের সাড়া পেয়ে আমি খুশি"। "জয় শ্রীরাম" স্লোগান দিতে থাকা সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন তিনি। ১.৬৩ ভোটে ভোপালে এগিয়ে রয়েছেন তিনি।এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দ্বিগ্বিজয় সিং।
General Election Results 2019: কেরলে কী হচ্ছে
অন্যান্য রাজ্যে খারাপ ফল হলেও কেরলে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। রাজ্যের ২০ আসনের মধ্যে ১৯টিতে এগিয়ে ইউডিএফ।
Election Results 2019: মে ৩০ অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন জগনমোহন রেড্ডি।
নিয়মকানুন সম্পর্কিত সমস্ত কাজ হয়ে গেলে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন ওয়াইএস জগনমোহন রেড্ডি, জানিয়েছেন ওয়াইএসআর কংগ্রেস নেতা উমারেড্ডি ভেঙ্কটেশ্বরালু
অন্ধ্রপ্রদেশের ১৭৫ আসনের মধ্যে ১৪৭ আসন পাবেন বলে মনে করছেন ওয়াইএস জগনমোহন রেড্ডি। সংখ্যাগরিষ্ঠতা ৮৮।
Elections 2019: বেশীরভাগ বিজেপি কার্যালয়েই সেলিব্রেশন
মধ্যপ্রদেশের ভোপালে বিজেপির কার্যালয়ে সেলিব্রেশন। মধ্যপ্রদেশের ২৯ লোকসভা আসনের মধ্যে ২৮টিতে এগিয়ে ছিল বিজেপি, কংগ্রেস এগিয়ে ছিল একটিতে।
General Election Results 2019: NDTV তে অসমের হিমন্ত বিশ্বশর্মা
BJP leader and Assam minister Himanta Biswa Sarma to NDTV: প্রধানমন্ত্রী মোদীকে অনেক ধন্যবাদ।নাগরিকত্ত্ব বিল আমাদের ব্যাপকভাবে সহযোগিতা করেছে।
Election Results 2019: লোকসভায় বিজেপি
নতুন লোকসভার চিত্র কেমন হতে চলেছে NDTV এর স্টুডিও থেকে নেওয়া 3D ছবি
Election 2019 Results: পূ্র্ব দিল্লিতে এগিয়ে গৌতম গম্ভীর, পিছিয়ে আপের অতিশি
লোকসভা নির্বাচনের প্রচারপর্বে গৌতম গম্ভীরের বিরুদ্ধে ব্যক্তিগত বিষয় নিয়ে অপমানজনক পুস্তিকা বিলির অভিযোগ তুলেছিলেন অতিশি। অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা মানহানির নোটিশ পাঠান গম্ভীর।কংগ্রেস প্রার্থী অরবিন্দ সিং লাভলি।
West Bengal: Visuals of celebrations outside BJP office in Kolkata. #LokSabhaElectionsResults2019pic.twitter.com/JuOe9mvRau
- ANI (@ANI) May 23, 2019
ইভিএম কারচুপি এবং ভুয়ো গণনার অভিযোগ তুলে চেন্নাইয়ের কুইন মেরি কলেজ গণনা কেন্দ্রের বাইরে প্রতিবাদ এআইএডিএমকে কর্মীদের।
আমরা কথা বলেছিলাম এই কিশোর মোদী ভক্তের সঙ্গে,আত্রে দাভে, তৃতীয় শ্রেণীর ছাত্র।দেখুন http://www.ndtv.com/elections/video/live-tv for her interview
বিজেপির সংসদীয় দলের বৈঠক আজ।সন্ধ্যে ৫.৩০ এ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী মোদী, সংবাদসংস্থা এএনআইয়ের খবর।
First look at the winner who it seems will take it (almost) all in #AndhraPradesh#YSRCP leader @ysjagan with his closest confidante @#VijaySaiReddy#ResultsWithNDTV@ndtvpic.twitter.com/0aDrwfwAja
- Uma Sudhir (@umasudhir) May 23, 2019
তামিলনাড়ুতে ডিএমকের তিক্ত মিষ্টি জয় ? লোকসভায় ভাল জয়, কিন্তু ক্ষমতা দখল করতে পর্যাপ্ত জয় নয়?
Bitter sweet victory for DMK in Tamilnadu ? Big Lok Sabha victory but inadequate win in bye polls to capture power ?
- J Sam Daniel Stalin (@jsamdaniel) May 23, 2019
General Election Results 2019: আসানসোলে পিছিয়ে মুনমুন সেন
পিছিয়ে রয়েছেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন।লোকসভা নির্বাচনে তাঁর একটি কথা শিরোনামে চলে এসেছিল।NDTV কে তিনি জানান, দেরীতে ঘুম থেকে ওঠায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ সম্পর্কে তিনি কিছুই জানেন না।তিনি বলেন, "আমাকে অনেক দেরীতে বেড-টি দেওয়া হয়।ফলে আমি দেরীতে ঘুম থেকে উঠি।আমি কী বলব? সত্যই আমি জানি না"।
Election Results 2019: নির্বাচনে আবার জিততে চলেছে প্রধানমন্ত্রী মোদী
গান্ধীনগরে বাড়ির বাইরে সংবাদমাধ্যমকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদীর মা হিরাবেন মোদী
Gujarat: Prime Minister Narendra Modi's mother Heeraben Modi greets the media outside her residence in Gandhinagar. pic.twitter.com/yR2Zi9eeL1
- ANI (@ANI) May 23, 2019
General Election Results 2019: কেন্দ্রাপাড়ায় পিছিয়ে জয় পাণ্ডা
কেন্দ্রাপাড়া লোকসভা কেন্দ্রে পিছিয়ে বিজেপি প্রার্থী জয় পাণ্ডা।মার্চে নবীন পট্টনায়েকের বিজেডি থেকে বিজেপিতে যোগ দেন তিনি।জয় পাণ্ডা ছিলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের অন্যতম বিশ্বস্ত ঘনিষ্ঠ ব্যক্তি।
গান্ধীনগরের বাড়ির বাইরে থেকে সংবাদমাধ্যমকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদীর মা হিরাবেন মোদী।
Results 2019: হিমাচলপ্রদেশের পরিস্থিতি
হামিরপুরে কংগ্রেস প্রার্থী রামলাল ঠাকুরকে পিছনে ফেলে এগিয়ে বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর।শিমলা কেন্দ্রে কংগ্রেসের ধনীরাম শান্ডিলের থেকে এগিয়ে বিজেপি প্রার্থী সুরেশ কাশ্যপ।
গুনা কেন্দ্রে পিছিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
গুনা লোকসভা কেন্দ্রে পিছিয়ে কংগ্রেস প্রার্থী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কংগ্রেসের নয়া মুখদের মধ্যে অন্যতম এই নেতা, রাহুল গান্ধীর বিশ্বস্ত পরামর্শদাতা বলেও পরিচিত তিনি। জানুয়ারিতে উত্তরপ্রদেশের পশ্চিমাংশের দায়িত্ব দেওয়া হয় তাঁকে।
দিল্লিতে দাদা তথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বাড়িতে গেলেন প্রিয়াঙ্কা গান্ধী
"বিজেপিকে এত ভালভাবে জয়" এনে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেনন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।ট্যুইট করে দেশের মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
General Election Results 2019: গান্ধীনগরে ১৯,০০০ ভোটে এগিয়ে অমিত শাহ
গান্ধীনগরে ১৯,০০০ ভোটে এগিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ
Election Results 2019: বেঙ্গালুরুতে গণনাকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট
বেঙ্গালুরুর একটি গণনাকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধের খবর।কর্ণাটকে ব্যাপক ভাবে এগিয়ে বিজেপি।
Celebrations starting up at the @BJP4UP office in Lucknow #ResultsWithNDTVpic.twitter.com/pdtEWLRDvi
- Alok Pandey (@alok_pandey) May 23, 2019
Election Results 2019: পঞ্জাব, হরিয়ানার পরিস্থিতি
পঞ্জাব, তামিলনাড়ুতে এগিয়ে কংগ্রেস।তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে জোটে রয়েছে কংগ্রেস।
Elections 2019: বেগুসরাইয়ে পিছিয়ে কানহাইয়া কুমার
প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার, বিহারের বেগুসরাইয়ে পিছিয়ে।এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং।গিরিরাজ সিং এর বিরুদ্ধে ভোটে দাঁড়ানো কানহাইয়া কুমার ছিলেন নজরকাড়া প্রার্থীদের মধ্যে অন্যতম।এখানে আরজেডি প্রার্থী তনবীর হাসান।
General Election Results: ৪০,০০০ ছুঁল সেনসেক্স, নিফটি ১২,০০০
লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের সহজ জয়ের ট্রেন্ডের খবর আসতেই প্রথমবার ৪০,০০০ ছুঁল সেনসেক্স।
#ResultsWithNDTV | "We are very happy with what we see...we are very confident that the NDA will cross the 350 mark": Kailash Vijayvargiya, Bengal BJP in-charge. pic.twitter.com/CJUvFx0BzW
- NDTV (@ndtv) May 23, 2019
Lok Sabha Elections 2019 Results: উত্তেজিত নই, কিন্তু আমি এগিয়ে আছি, বললেন শশী তারুর।
কেরলের তিরুঅনন্তপুরমে এগিয়ে কংগ্রেসের শশী তারুর।ট্যুইটে তিনি লেখেন, "৪ শতাংশ ভোট গণনা হতেই উত্তেজিত হয়ে পড়িনি।কিন্তু এটা ভাল যে আমি শুরুতেইই এগিয়ে ছিলাম, এবং এখনও ধরে রেখেছি।
Lok Sabha Election Results 2019: কর্ণাটকে এগিয়ে বিজেপি
দক্ষিণের রাজ্যগুলির মধ্যে কর্ণাটকে এগিয়ে বিজেপি-এখানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস ও এইচডি কুমারস্বামীর জনতা দল সেকুলারের জোট।আজ সরকারের একবছর পূর্ণ হল এবং সেদিনই দুই দলের স্থানীয় নেতাদের সমন্বয় ভাল না হওয়ার ফল এল।
Election Results 2019: বাংলায় হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি-তৃণমূলের
#ResultsWithNDTV | BJP, Trinamool Congress neck-and-neck in Bengal in current leads pic.twitter.com/IMlqZFsUe8
- NDTV (@ndtv) May 23, 2019
Election Results 2019: বাংলায় সমানে টক্কর বিজেপি-তৃণমূল কংগ্রেসের
#ResultsWithNDTV | BJP, Trinamool Congress neck-and-neck in Bengal in current leads pic.twitter.com/IMlqZFsUe8
- NDTV (@ndtv) May 23, 2019
Lok Sabha Election Results 2019: Battle For Bhopal
ভোপাল কেন্দ্রে বিজেপির প্রজ্ঞা ঠাকুর কংগ্রেসের দ্বিগ্বিজয় সিং এর থেকে এগিয়ে
BJP leader Kailash Vijayvargiya to NDTV on West Bengal leads: যারা সন্ত্রাস করেছিল, মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে।
Lok Sabha Election Results 2019: তিরুঅনন্তপুরমে এগিয়ে শশী তারুর
কেরলের তিরুঅনন্তপুরমে এগিয়ে কংগ্রেস প্রার্থী তথা গতবারের সাংসদ শশী তারুর।রাজধানী শহরে পুর্ননির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।এখানে ত্রিমুখী লড়াই হয় কংগ্রেস, বিজেপি ও বামেদের মধ্যে।বিজেপি প্রার্থী মিজোরামের প্রাক্তন রাজ্যপাল কুমান্নান রাজশেখরন।
General Election Results: রবিশঙ্কর প্রসাদ বনাম শত্রুঘ্ন সিনহা
বিহারের পটনা সাহিব কেন্দ্রে কংগ্রেসের শত্রুঘ্ন সিনহার থেকে এগিয়ে কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
প্রাথমিক ট্রেন্ডে তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে বিজেপি
২০১৪ লোকসভা নির্বাচনে ৩৪টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস।এগজিট পোল ইঙ্গিত দেয়, এবার বিজেপি পাবে ১৪টি আসন, আগেরবার তারা পেয়েছিল ২টি আসন।
এবারের নির্বাচনে অভিনেত্রী রাজনীতিবিদ হেমা মালিনীর মথুরার প্রচার নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছে। বিশেষ করে কৃষি জমিতে শষ্য কাটার ছবি, ট্রাক্টরে চেপে তাঁর ছবি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তাঁর দাবি,. গত ৫ বছরে মথুরায় অনেক কাজ করেছেন তিনি এবং ২৫০বার গিয়েছেন মথুরায়।
#ResultsWithNDTV | Catch the mood outside BJP headquarters in Delhi as early trends show party's big lead pic.twitter.com/G44Qdsj6rA
- NDTV (@ndtv) May 23, 2019
মইনপুরীতে এগিয়ে সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব।উত্তরপ্রদেশে মায়াবতীর সঙ্গে জোট গড়েছে সমাজবাদী পার্টি
#ResultsWithNDTV | Election trends at 9:31 am. https://t.co/0CnuNezNTMpic.twitter.com/mlGOGd80cb
- NDTV (@ndtv) May 23, 2019
Lok Sabha Election Results 2019: জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি
প্রাথমিক ট্রেন্ডে নিজেদের কেন্দ্রে এগিয়ে রয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেকা ফারুক আব্দুল্লা, বিজেপি নেতা জীতেন্দ্র সিং এবং প্রদেশ কংগ্রেস সভাপতি জিএ মির।
Election Results 2019: প্রাথমিক ট্রেন্ডে অর্ধেক পেরোল বিজেপি
রবিবার সন্ধ্যে ৬টায় ভোট গ্রহণ শেষ হতেই এগজিট পোলের এগ্রিগেটর পোল অফ পোলস দেখিয়েছে, ৫৪৩ আসনের মধ্যে ৩০০ আসন পাবে এনডিএ। অন্যদিকে, কংগ্রেস ও তাদের জোটসঙ্গীরা পেতে পারে ১২০টি আসন। পাশাপাশি পোল অফ পোলসে ইঙ্গিত দেওয়া হয়, পশ্চিমবঙ্গে ভাল ফল করবে বিজেপি, ৪২ আসনের মধ্যে ১৩টিতে জিতবে তারা। একইসঙ্গে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশেও বিজেপি ভাল ফল করবে বলে ইঙ্গিত দেওয়া হয় পোল অফ পোলসে।
গণনা শুরু হতেই বিজেপি প্রার্থী তেজস্বী সূর্যের তাঁর পরিবারের থেকে আশির্বাদ নেওয়ার এই ছবি আমরা পেয়েছি। বেঙ্গালোর দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি।
Election Results 2019: আমেঠীতে কী হচ্ছে
আমেঠিতে ব্যাপক আক্রমণাত্মক প্রচার চালিয়েছেন স্মৃতি ইরানি।২০১৪ লোকসভা নির্বাচনেও রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করেন তিনি, যদিও রাহুল গান্ধীর জয়ের ব্যবধান কমিয়ে ১ লাখ করতে পেরেছিলেন তিনি।
ওয়ানাদেও দাঁড়িয়েছেন রাহুল গান্ধী।বিজেপির অভিযোগ, "পালিয়ে যাচ্ছেন" কারণ আমেঠিতে তিনি নিশ্চিত নন।
Lok Sabha Election Results: আমেঠিতে পিছিয়ে এবং কেরলের ওয়ানাদে এগিয়ে রাহুল গান্ধী।এই প্রথমবার দু জায়গা থেকে লড়ছেন রাহুল গান্ধী।
Election Results 2019
শক্তঘাঁটি আমেঠিতে পিছিয়ে রাহুল গান্ধী।এগিয়ে রয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি।
আমেঠিতে লড়ছেন রাহুল গান্ধী।কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি এগিয়ে
Lok Sabha Election Results: বেঙ্গুলুরুর গুরুত্বপূর্ণ কেন্দ্র, বিজেপির শক্তঘাঁটি
বেঙ্গালুরু দক্ষিণ কেন্দ্রে, গণনা কেন্দ্রে গণনা চলছে।আসনটি বিজেপির শক্তঘাঁটি বলে পরিচিত, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বিকে হরিপ্রসাদের বিরুদ্ধে প্রার্থী বিজেপির তেজস্বী সূর্য।
Lok Sabha Election Results 2019: কীভাবে হয় ভোটগণনা
প্রথমবার লোকসভা ভোটে প্রতিটি বিধানসভা এলাকার পাঁচটি ভোটকেন্দ্রের ভিভিপ্যাট ও ইভিএমের গণনা মিলিয়ে দেখবে নির্বাচন কমিশন।
এর অর্থ ১০.৩ লক্ষ ভোটকেন্দ্রের মধ্যে, ইভিএম-ভিভিপ্যাটট মিলিয়ে দেখা হবে ২০,৬০০টি কেন্দ্রে।
যদি না মেলে, পেপার স্লিপের ফলাফল চূড়ান্ত বলে গণ্য হবে
নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ইভিএম-পেপার ট্রায়াল মেশিন মলানোর কাজটি করতে অতিরিক্ত ৫ ঘন্টা সময় লাগবে।
28 leads in right now from postal ballots, EVMs start counting at 8.30 am #ResultsWithNDTV
- Suparna Singh (@Suparna_Singh) May 23, 2019
General Election Results 2019: Early Leads In
৪,০০০ গণনা কেন্দ্রে শুরু ভোট গণনা।ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা।সন্ধ্যেয় ফলাফল জানা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।
Election Results 2019: Early Leads
দক্ষিণ কন্নড়ে এগিয়ে কংগ্রেস
ব্যাঙ্গালোর সেন্ট্রালে এগিয়ে বিজেপি
২০,০০০ কর্মীকে দিল্লির সদর দফতরে উপস্থিত থাকতে বলেছে বিজেপি।সন্ধ্যেয় সেখানে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অখিলেশ শর্মার রিপোর্ট।
"ভোটের ফল কংগ্রেসের পক্ষেই হবে": কংগ্রেস প্রার্থী অজয় মাকেন
নয়াদিল্লি কেন্দ্রে বিজেপির মীনাক্ষি লেখির বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের অজয় মাকেন।তিনি বলেন, "অবশ্যই ফলাফল হবে কংগ্রেসের পক্ষে।আমাদের আশা কংগ্রেস জিতবে এবং সরকার গড়বে।পরবর্তী প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী।দিল্লিতে লড়াই বিজেপি ও কংগ্রেসের।
Election Results 2019
দিল্লিতে রাহুল গান্ধীর বাড়ির সামনে এই কংগ্রেস সমর্থদের ছবি দেখা গিয়েছে।সঙ্গে ছিল বি আর আম্বেদকর, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা, রবার্ট বঢ়রা, এবং রিহান বঢ়রা(প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা ও রবার্ট বঢ়রার ছেলে)
Election Results 2019
এগজিট পোলে দেখানো হয়েছে, আনায়সে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি।বিরোধীরা উল্লেখ করেছে, ভুলও হয় এগজিট পোল।৫৪৩ আসনের মধ্যে ৫৪২ আসনে ভোটগ্রহণ হয়, সরকার গড়তে কোনও দল অথবা জোটকে পেতে হবে ২৭২ আসন।
Health warning: ভুলও হতে পারে এগজিট পোল।

Election Results 2019: নজরকাড়া
নরেন্দ্র মোদী: বারাণসী
রাহুল গান্ধী : আমেঠী, ওয়ানাদ
সনিয়া গান্ধী: রায়বেরিলি
অমিত শাহ: গান্ধীনগর
রাজনাথ সিং: লখনউ
নীকিন গড়করি: নাগপুর
এইচডি দেবগৌড়া: হাসন
স্মৃতি ইরানি: আমেঠী
শশী তারুর: তিরুঅনন্তপুরম
অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনর ফলাফল ২০১৯:
অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস ও চন্দ্রবাবু নাইডুর লড়াই, পুনর্নির্বাচনের দবি তুলেছেন চন্দ্রবাবু নাইডু।
অন্ধ্রপ্রদেশে ১৭৫টি বিধানসভা ও ২৫টি লোকসভা আসন রয়েছে।
Election Results 2019: ভোটের ফলাফল আফনাকে জানাবেন প্রণয় রায়।বিশেষ কভারেজ দেখুনhttp://ndtv.com and NDTV 24x7 এ:
Election Results 2019: কিছুক্ষণের মধ্যেই শুরু গণনা
প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট
৮.৩০ এ শুরু হবে ইভিএম গণনা
তারপরে হবে ভিভিপ্যাট গণনা
Election Results 2019: "আমার পেটে কোনও প্রজাপতি নেই": NDTV কে বললেন কানিমোঝি
"মানুষ সবার ওপরে। আমরা আমাদের তরফে সবরকম চেষ্টা করেছি।এগজিট পোলকে বিবেচনার মধ্যে ধরবেন না। আমার পেটে কোনও প্রজাপতি নেই", NDTV কে বললেন ডিএমকে নেত্রী এবং থুথুকুড়ি কেন্দ্রে দলের প্রার্থী কানিমোঝি
Election Results 2019:"পরের প্রধানমন্ত্রী কে হবেন"? এখানে রইল আজকের জন্য৫টি বড় বিষয়
UP: সবথেকে বেশী সাংসদের এই রাজ্যে বিজেপি কি ২০১৪ ফল ধরে রাখবে?
West Bengal: অমিত শাহের কাছে কি আসন হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP's tally: ২০১৪ থেকে কি বেশী আসন পাবে দল?
Regional Parties: উত্তরপ্রদেশের মহাজোট এবং অন্যান্যরা কি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে
Big battles: অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, মধ্যপ্রদেশে জিতবে কে?