This Article is From Dec 11, 2018

পাঁচ রাজ্যের ফল দেখে বিজেপির উচিত আত্ম বিশ্লেষণ করা: শিবসেনা

বিজেপির উচিত আত্মচিন্তন করা। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর  এ কথাই  বলল এনডিএ-র অন্যতম পুরনো শরিক শিবসেনা।

পাঁচ রাজ্যের ফল  দেখে  বিজেপির উচিত আত্ম বিশ্লেষণ করা: শিবসেনা

অনেক দিন ধরেই বিজেপির সমালোচনা  করে আসছে শিবসেনা।

হাইলাইটস

  • বিজেপির উচিত আত্মচিন্তন করা, মত শিবসেনার
  • সঞ্জয় রাউত সংসদে সাংবাদিকদের একথা জানান
  • অনেক দিন ধরেই বিজেপির সমালোচনা করে আসছে শিবসেনা
নিউ দিল্লি:

বিজেপির উচিত আত্ম বিশ্লেষণ করা। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর  এ কথাই  বলল এনডিএ-র অন্যতম পুরনো শরিক শিবসেনা। দলের মুখপাত্র এবং রাজ্যসভার  সাংসদ সঞ্জয় রাউত সংসদে সাংবাদিকদের মঙ্গলবার বলেন, ফলাফল  থেকে  বোঝা যাচ্ছে  বিজেপির বিজয় রথ থমকে গিয়েছে।

রাজস্থানে বসুন্ধরা-শচীন-অশোকের জয়- সরকার গঠনে অন্য দলগুলির কাছেও সমর্থন চাইবেন শচীন

ভোটের ফল থেকে স্পষ্ট আমাদের আত্মচিন্তন  করার সময় এসে গিয়েছে। অনেক দিন ধরেই বিজেপির সমালোচনা  করে আসছে শিবসেনা। রাম মন্দির নির্মাণ করতে অর্ডিন্যান্স আনার দাবিতে ইতিমধ্যে  বিশ্ব হিন্দু  পরিষদকে  নিয়ে  সুবিদশাল জনসমাবেশ করেছে বিজেপির এই জোটসঙ্গী।

কংগ্রেস-নাইডু জোট কোণঠাসা, তেলেঙ্গানায় সরকার গঠনে এগিয়ে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি

সেখানে উপস্থিত থেকে কেন্দ্রের শাসক দলকে  আক্রমণ  করেছেন শিবসেনা  প্রধান উদ্ধব ঠাকরে। তিন বলেছেন, মন্দির নির্মাণ  করতে না  পারলে ক্ষমতায় ফিরতে  পারবে না  বিজেপি।

"কেসিআর-এর মতো কেউ তেলেঙ্গানাকে জানে না", দাবী কেসিআর কন্যা কবিতার

২০১৪ সালে লোকসভা  নির্বাচনে একা লড়ে  দুটি দল। নির্বাচন  পরবর্তী সময়ে জোট হয়। একই ভাবে মহারাষ্ট্রেও একসঙ্গে সরকার চালাচ্ছে বিজেপি আর শিবসেনা। আবার বিজেপির সমর্থন  নিয়ে  মুম্বইয়ের পুরসভা  পরিচালন করছে  শিবসেনা।

.