This Article is From May 20, 2019

Elections 2019: মমতা-চন্দ্রবাবু বৈঠক, বাড়ছে জল্পনা

Election 2019:লোকসভা নির্বাচনের এগজিট পোল প্রকাশের পরদিন কলকাতায় এলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)।

Lok Sabha Election 2019: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন চন্দ্রবাবু নাইডু (ফাইল ছবি)

নিউ দিল্লি:

লোকসভা নির্বাচনের (Election 2019) এগজিট পোল প্রকাশের পরদিন সকালেই কলকাতায় এলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু Chandrababu Naidu। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে জ‌ল্পনা শুরু হয়েছে। নির্বাচন শেষ হওয়ার আগে থেকেই তিনি বিজেপিকে থামাতে সচেষ্ট হয়েছেন। এগজিট পোলের হিসেব অনুযায়ী নির্বাচনে (National Election 2019) অনায়াস জয় পেতে চলেছে বিজেপি। তার পরের দিনই মমতার সঙ্গে বৈঠক করলেন চন্দ্রবাবু। কলকাতায় এসেই জানিয়ে দিলেন , ‘‘আমরা রাজনীতি নিয়ে কথা বলব।'' তিনি এও বলেন, ‘‘আমরা ওঁকে নয়াদিল্লিতে আসতে বলেছি নির্বাচন কমিশনের (Election Commission) সঙ্গে দেখা করার জন্য।'' চন্দ্রবাবু বলেন, আগামি বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বিরোধী দলগুলি ইভিএম (Electronic voting machines) সম্পর্কে উদ্বেগ প্রকাশ করবে।

এক্সিট পোলের কথা বলে ইভিএম বদলের ছক হয়েছেঃ মমতা

গতকাল, নির্বাচন (National Election 2019) শেষ হওয়ার পরেই এগজিট পোল (exit polls) জানিয়ে দেয় বিজেপিই (BJP) আবার মসনদে বসছে। ব্যবধানও হবে বিরাট। অনায়াসেই সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা। এগজিট পোলের হিসেব থেকে পরিষ্কার, অন্ধপ্রদেশে চন্দ্রবাবুর প্রতিপক্ষ জগন্মোহন রেড্ডির দল ২৫টির মধ্যে ১৫টি আসনই পাবে। চন্দ্রবাবুর দল পাবে মাত্র ১০টি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও চন্দ্রবাবু, দু'জনেই এগজিট পোলের হিসেবকে এক কথায় নাকচ করে দিয়েছেন। মমতা জানিয়েছেন এটা ‘গসিপ'। তিনি বলেন, ‘‘গেমপ্ল্যানটা হল হাজার হাজার ইভিএমকে গসিপের মাধ্যমে কারচুপি অথবা পরিবর্তন করা।''

বুথ ফেরত সমীক্ষার পরদিনই কংগ্রেসের সঙ্গে বৈঠক বাতিল করলেন মায়া

সোমবার চন্দ্রবাবু বলেন, নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে আরও স্বচ্ছ ও দায়িত্ববান হওয়া। পাশাপাশি কেন ভিভিপ্যাটের (VVPAT) ৫০ শতাংশের গণনা করা হবে না সে প্রশ্নও তোলেন তিনি। তিনি আরও বলেন, ‘‘এবার আমরা জানতে চাই, যদি কোনও গরমিল থেকেই থাকে। তাহলে সমস্ত বিধানসভা ধরে গণনা করতে হবে। কেন দেরি করছেন? কেন এড়িয়ে যাচ্ছেন?'' পাশাপাশি প্রতিটি ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট সংযুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘‘সারা পৃথিবীর মানুষ কথা বলছেন এভিএম কারচুপি নিয়ে।'' চন্দ্রবাবু বলেন, ‘‘আমরা চাই যেখানে ইভিএম থাকবে, সেখানেই ভিভিপ্যাট থাকবে... যখনই আপনি ইভিএম টিপবেন তখনই প্রিন্টার একটি ব্যালটের প্রিন্ট আউট বের করবে, যেখানে নাম ও দলীয় চিহ্নটি থাকবে। এবার ভোটার সেটি দেখে পরীক্ষা করে ব্যালট বক্সে ফেলতে পারবেন।''

সন্ত্রাসের অভিযোগে আটটি লোকসভা কেন্দ্রের কয়েকটি বুথে পুননির্বাচনের দাবি জানাল বিজেপি

২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সময় থেকেই ইভিএম নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেই নির্বাচনে বিজেপি বিপুল জয় পায়। বিরোধী দলের দাবি ছিল, ইভিএমে এমন কারচুপি করা হয়েছিল যাতে সব ভোটই বিজেপি পায়। নির্বাচন কমিশন অবশ্য এই অভিযোগকে উড়িয়ে দিয়ে জানিয়েছে, মেশিনকে ওইভাবে অবৈধ হস্তক্ষেপ করা বা হ্যাক করা যায় না।

সোমবার কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি (Arun Jaitley) তাঁর ব্লগে লেখেন— ‘এগজিট পোল তৈরি হয় ব্যক্তিগত সাক্ষাৎকার থেকে। ইভিএমের কোনও ভূমিকাই এতে নেই। যদি ২০১৯-এর ২৩ মে এগজিট পোলের হিসেব ও নির্বাচনের ফল একই দিকে ধাবিত হতে দেখা যায়, তখন বিরোধীদের ইভিএম নিয়ে মিথ্যে অভিযোগ ভিত্তিহীন হয়ে যাবে।'

.