This Article is From Jan 24, 2020

বাংলায় শিক্ষার পরিকাঠামোয় ব্যাপক উন্নতি হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে করা টুইটে এমনই দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, এই সময়ের মধ্যে ২৮টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। আরও ১১টির কাজ চলছে।

বাংলায় শিক্ষার পরিকাঠামোয় ব্যাপক উন্নতি হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের শিক্ষার পরিকাঠামোয় গত সাড়ে আট বছরে ব্যাপক উন্নতি হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। (ফাইল)

হাইলাইটস

  • তৃণমূ‌লের আমলে রাজ্যের শিক্ষা পরিকাঠামোর বিরাট উন্নতির দাবি মুখ্যমন্ত্রীর
  • আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে টুইট করেন তিনি
  • সেই টুইটেই এমন দাবি

রাজ্যের শিক্ষার পরিকাঠামোয় (Educational infrastructure in West Bengal) গত সাড়ে আট বছরে ব্যাপক উন্নতি হয়েছে তৃণমূল সরকারের আমলে। শুক্রবার এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন আন্তর্জাতিক শিক্ষা দিবস। সেই উপলক্ষে করা টুইটে এমনই দাবি করলেন তিনি। তিনি বলেন, এই সময়ের মধ্যে ২৮টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। আরও ১১টির কাজ চলছে। তিনি টুইট করে জানান, ‘‘আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস। ২০১১ থেকে বাংলায় শিক্ষার পরিকাঠামোয় ব্যাপক উন্নতি হয়েছে। গত সাড়ে আট বছরে আমরা ২৮টি নতুন বিশ্ববিদ্যালয় ও ৫০টি নতুন কলেজ স্থাপন করেছি। ১১টি আরও নতুন বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে।''

নবান্নের এক বর্ষীয়ান কর্মী জানিয়েছেন, শীঘ্র মহাত্মা গান্ধির নামে একটি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন হবে পূর্ব মেদিনীপুরে। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ চলছে বলে জানান তিনি। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.