This Article is From Aug 28, 2018

রাজ্যের ছটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত

দক্ষিণবঙ্গে মৃদু ভূমিকম্প। হুগলি থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর সহ কয়েকটি জেলায় মঙ্গলবার সন্ধ্যায় ভূকম্পন অনুভূত হয়।

রাজ্যের ছটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল  5।

কলকাতা:

রাজ্যের ছটি জেলায় মৃদু ভূমিকম্প। হুগলি থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ ছটি জেলায় মঙ্গলবার সন্ধ্যায় ভূকম্পন অনুভূত হয়। দক্ষিণ কলকাতার বাসিন্দারাও কম্পন টের পেয়ছেন বলে খবর।   প্রভাব পড়েছে ওডিশার বালসোর, বিরপদার মতো কয়েকটি জায়গাতেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল  5। তবে  এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির  খবর মেলেনি। জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল হুগলি। গভীরতা মাটি 10  কিমি নীচে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ভূমিকম্প কেড়েছে বহু মানুষের প্রাণ। বছর তিনেক আগে নেপালের ভূমিকম্পের স্মৃতি এখনও তাজা।              

 

.