This Article is From Oct 08, 2019

Dussehra 2019: দেশবাসীকে দশেরার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি কোবিন্দ ও প্রধানমন্ত্রী মোদি

Vijayadashmi 2019: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য রাজনৈতিক নেতারাও দেশবাসীকে বিজয়া দশমীর প্রতি হার্দিক শুভেচ্ছা জানান।

Dussehra 2019: দেশবাসীকে দশেরার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি কোবিন্দ ও প্রধানমন্ত্রী মোদি

Dussehra 2019: প্রধানমন্ত্রী মোদি বিজয়া দশমী উপলক্ষে দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন

নয়া দিল্লি:

দশেরা  (dussehra) উপলক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যান্য রাজনৈতিক নেতারা দেশের মানুষের প্রতি শুভেচ্ছাবার্তা দিয়েছেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে দশেরা উৎসব  (dussehra 2019) মানুষকে অভাবী ও বঞ্চিতদের সহায়তায় কাজ করার জন্য অনুপ্রাণিত করবে।

"বিজয়া দশমীর শুভক্ষণে আমি আমার দেশের প্রতিটি নাগরিক সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই এবং তাঁদের সাফল্য, সমৃদ্ধি এবং সুখ কামনা করি। এই উৎসব আমাদের এমন একটি দেশ গঠনের জন্য এবং এমন একটি সমাজ গঠনের জন্য কাজ করার অনুপ্রেরণা জাগিয়ে তুলুক যা দরিদ্র ও বঞ্চিতদের প্রতি সহানুভূতিশীল হয়", টুইট করেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

দুষ্টের দমন করে মঙ্গলের আগমন উপলক্ষে এই দশেরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গোটা জাতির প্রতি বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন। বিজয়া দশমীর (Vijayadashmi) শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী।

"# বিজয়াদশমী উপলক্ষে শুভেচ্ছা," লেখার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি টুইটে একটি ভিডিও দিয়েছেন যেখানে এর আগের বছরগুলিতে দশেরা পালনে তাঁর ভূমিকা দেখানো হয়েছে।

Durga Puja 2019: বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির পুজোয় হৃতিক ও রাকেশ রোশন

কংগ্রেস নেতা রাহুল গান্ধিও দশেরার শুভেচ্ছা জানিয়েছেন।

রাহুল গান্ধ িটুইট করেছেন, "অশুভকে হারিয়ে শুভের চূড়ান্ত জয় লাভ সর্বজনীন সত্য। আজ আমরা সেই সত্যের প্রতি আমাদের বিশ্বাসকেই উদযাপন করি এবং পুনরায় একে প্রতিষ্ঠা করি। দশেরার আনন্দ উপলক্ষে আপনাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা ও অভিনন্দন" ।

উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও দশেরার প্রাক্কালে (সোমবার) জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেন যে এটি "অসত্যের বিরুদ্ধে সত্যের জয়" এবং "অশুভের বিরুদ্ধে ভালোর জয়" হিসাবে চিহ্নিত হয়েছে।

ভেঙ্কাইয়া নাইডু আশাপ্রকাশ করেন যে এই উৎসবটি দেশ তথা গোটা বিশ্বে শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধি বয়ে আনবে।

আগামী বছর মহালয়ার ৩৫ দিন পরে দুর্গাপুজো, ভাবুন একবার!

লোকসভা অধ্যক্ষ বলেন, এই উৎসব, দুষ্ট শক্তির উপর সদাচরণের বিজয়কে নির্দেশ করে, সাহস ও ত্যাগের মূল্যবোধের প্রতীক এটি এবং এটি শেখায় যে জীবনের সকল পর্যায়ে ধর্মের নীতিকে সমর্থন করতে হয়।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও মাইক্রো ব্লগিং সাইটে লেখেন, "বিজয়া দশমীর শুভ অবসরে আপনাকে শুভেচ্ছা জানাই।"

বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও দশেরা উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

"বিজয়াদশমীর শুভ উৎসবে আপনাকে এবং আপনার প্রিয়জনেদের প্রতি হার্দিক শুভকামনা" টুইট করেন এস জয়শঙ্কর।

দেখুন দুর্গাপুজোর এই ভিডিও:

.