This Article is From Oct 04, 2019

মা দুর্গার হাতে এবার বধ হচ্ছেন প্লাসটিকের অসুর, পুজোর উদ্বোধনে সৌরভ গঙ্গোপাধ্যায়

Kolkata's Durgapuja 2019: প্রধানমন্ত্রীর প্লাস্টিক বর্জনের আহ্বানে সাড়া, অভিনব এই পুজোর উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সঙ্গে ছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও

মা দুর্গার হাতে এবার বধ হচ্ছেন প্লাসটিকের অসুর, পুজোর উদ্বোধনে সৌরভ গঙ্গোপাধ্যায়

Durgapuja 2019: মোট ৩ টন প্লাস্টিক দিয়ে ওই অসুরটিকে বানানো হয়েছে, যা বধ করছেন মা দুর্গা

কলকাতা:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালের মধ্য়ে দেশকে প্লাস্টিক মুক্ত করার ডাক দিয়েছেন। আর প্রধানমন্ত্রীর সেই আহ্বানকেই আরও বেশি করে জন সাধারণের মধ্যে পৌঁছে দিতে এগিয়ে এসেছে নেরোল্যাক। বাঙালির সেরা উৎসবকেই (Durgapuja 2019) প্রচারের জন্যে ব্যবহার করল ওই সংস্থা। কলকাতার বিখ্যাত ম্যাডক্স স্কোয়ারের পুজোর পাশেই হওয়া নেরোল্যাকের আয়োজনে এই দুর্গাপুজোয় (Kolkata's Durgapuja 2019) মা দুর্গা বধ করছেন প্লাস্টিকের অসুরকে। এর সেই পুজোর উদ্বোধন করছেন স্বয়ং বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জানা গেছে, ম্যাডক্স স্কোয়ারের আশেপাশের বাড়ির থেকে এবং প্রায় ১৫ হাজার স্কুল পড়ুয়ার কাছ থেকে সংগৃহীত প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে ওই প্লাস্টিক-অসুরকে। শুধু অসুরই নয়, ম্যাডক্স স্কোয়ারের মাঠে বসার জন্যে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি প্লাস্টিকের বেঞ্চ, যা তৈরিতেও ব্যবহার করা হয়েছে নেরোল্যাকের পুজো উপলক্ষে সংগ্রহ করা প্লাস্টিকের কিছু অংশ। মোট ৩ টন প্লাস্টিক দিয়ে ওই অসুর ও বসার বেঞ্চগুলি বানানো হয়েছে।

আগামী বছর মহালয়ার ৩৫ দিন পরে দুর্গাপুজো, ভাবুন একবার!

বিশ্বকে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক মুক্ত করতে প্লাস্টিক অসুর বধে নেমেছেন জগৎজননী। অভিনব এই পুজোর উদ্বোধনের আগে এক সাংবাদিক সম্মেলনে এসে বাংলার মহারাজ বলেন, এমন একটি উদ্যোগে সামিল হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। শহরে এমন উদ্যোগ আরও নেওয়া হবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। পাশাপাশি প্লাস্টিক দূরীকরণে রাজ্য সরকারের উদ্যোগকেও সাধুবাদ জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। এমন ধরণের উদ্যোগে তিনি সবসময় পাশে আছেন বলেও আশ্বস্ত করেন দাদা। পরে উদ্বোধনের সময় বাংলার দাদা বলেন, তিনি নিজের বাড়িতেও প্লাস্টিক ব্যবহার বন্ধের চেষ্টা করছেন। প্লাস্টিক যেহেতু ধ্বংস হতে চায় না, তাই পরিবেশকে বাঁচাতে এর ব্যবহার কমিয়ে আনাই উচিত বলে মন্তব্য করেন সৌরভ। তবে অভিনব পুজোটির উদ্বোধনে সৌরভ গাঙ্গুলির সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। উপস্থিত ছিলেন পুজোর আয়োজক সংস্থার প্রধান রাম মেহোরোত্রাও।

আসুন দেখে নিন এই পুজোর কিছু ছবি। প্লাস্টিকের অসুরকে বধ করছেন মা দুর্গা।

7jjjujso

মা দুর্গার হাতে বধ হচ্ছেন প্লাস্টিকের অসুর 

জমজমাট এই পুজোর উদ্বোধনে স্বয়ং বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়।

m5jo0nto

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পুজোর উদ্বোধন করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় 

কলকাতার দুর্গাপুজোয় লাভারস পয়েন্ট ম্যাডক্স স্কোয়ারে মানুষের ঢল, দেখুন প্রতিমা

সৌরভের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও।

9na644gg

প্লাস্টিকের অসুর বধের এই পুজো দেখতে এই মণ্ডপে ঢুঁ মারছেন বহু মানুষ।

দেখুন ০৩.১০.২০১৯ এর সেরা খবর:

.