This Article is From Sep 26, 2019

Durga Puja 2019: ‘‘এবারের পুজোয় ‘ধুতি’ ইন’’: অগ্নিমিত্রা

সারা বছরের পাওয়া-না পাওয়ার হিসেবের খাতা সরিয়ে চারটে দিন আনন্দে মাতবে বাঙালি উমা ঘরে এলে। ঘর সাজাবে, সাজাবে নিজের চারপাশ। সেই সঙ্গে নিজেকেও।

Durga Puja 2019: ‘‘এবারের পুজোয় ‘ধুতি’ ইন’’: অগ্নিমিত্রা

Durga Puja 2019: সাজের শেষ কথা

কলকাতা:

সারা বছরের পাওয়া-না পাওয়ার হিসেবের খাতা সরিয়ে চারটে দিন আনন্দে মাতবে বাঙালি উমা ঘরে এলে (Durga Puja 2019)। ঘর সাজাবে, সাজাবে নিজের চারপাশ। সেই সঙ্গে নিজেকেও। চারটে দিনে তাই আটটা পোশাক তো চাই-ই। কেনাকাটা প্রায় শেষের পথে হলেও শেষমুহূর্তে অনেকেই ঝাঁকি দর্শন সারতে চোখ বোলান লেটেস্ট ফ্যাশন আপডেটে। তাঁদের কথা ভেবেই বিশিষ্ট ডিজাইনার অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) সাজের শেষ কথা জানালেন NDTV-র পাঠকদের--

cu80udn8

এবছরের পুজোর ফ্যাশন নিয়ে বলতে বসে অগ্নিমিত্রার প্রথমেই জানালেন একদম নতুন কথা, 'এবার পুজোয় নারী-পুরুষ সমান সমান। ২০১৯-এর পুজো সমস্ত পুজোর থেকে আলাদা হয়ে থাকবে এই কারণেই। এবার ছেলে-মেয়ে নির্বিশেষে ধুতিতে সাজবেন। অর্থাৎ, ধুতি প্যান্ট ফ্যাশনে ইন। ছেলেদের মতো ধুতি, সরু ধুতি, চওড়া ধুতি, হারেম প্যান্টের মতো লুজ ধুতির রমরমা। লং কুর্তা দিয়ে পরুন কিংবা শর্ট কুর্তি---পুজো কিন্তু আপনারই দখলে। স্টাইল বাড়াতে সঙ্গে দোপাট্টা বা লং কেপও নিতে পারেন।' 

l6ebsvgg

'এছাড়া ফ্লোরাল প্রিন্টের লং এবং শর্ট ড্রেস, গাউন এবারের পুজো মাতাবে। সঙ্গে লং জ্যাকেট, লম্বা কেপ বা শ্রাগ দিয়ে এগুলো সবাই পরছেন। আর পুজো তো শাড়ি ছাড়া সম্পূর্ণই হয় না। এবারেও হ্যান্ডলুম শাড়ির চল থাকবে। সঙ্গে ট্র্যাডিশনাল শাড়ি যেমন পচমপল্লি বা কাঞ্জিভরমও রাখুন এক পিস। এগুলোই আমাদের দেশের ঐতিহ্য। পুজোয় তাই একটা দিন ট্র্যাডিশনাল সাজে সেজে নিন। সঙ্গে কিন্তু মানানসই ব্লাউজ মাস্ট। কলার দেওয়া, বোট নেক, লুজ স্লিভস ব্লাউজ, বক্সি ব্লাউজ দিয়ে মিক্স অ্যান ম্যাচ করে পরুন। সুন্দর লাগবে দেখতে।'

4aqb97c

'ছেলেদের সাজে ধুতি-পাঞ্জাবি তো রয়েইছে। এবারে পুরুষের ফ্যাশনে ভীষণ ইন মোদি কোট। ধুতি-পাঞ্জাবির সঙ্গে পরুন, লং বা শর্ট কুর্তা-পাজামার সঙ্গেও এই কোট ভালো খোলে। ধুতির সাথে মোদি কোট দিয়েও পরতে পারেন। এছাড়া, গ্রাফিক প্রিন্টেড টি-শার্ট পুজোর টপ ফ্যাশন।'

tqcgnpeg

'এবারের পুজো কিন্তু কমলা বা গেরুয়ার নানা শেডের দখলে। তাই, অরেঞ্জ রঙের একটি পোশাক পুজোর বাজারে প্লিজ রাখবেন। এছাড়া, সাদা, লাল, কালো, আইভরি, গোলাপি, সবুজ---এই রংগুলো তো চিরন্তনী। এবারের পুজোয় কিন্তু প্যাস্টেল শেড নয়, মিডিয়ার টোন ইন। এখন আপনি যদি গাঢ় রঙের ভক্ত হন, খুশি মনে পরুন। আর যাঁরা গাঢ় এবং মাঝারি গাঢ় মানের রং কিনেছেন তাঁরা সকালে মাঝারি টোন বেছে নিন। সন্ধের জন্য থাক জমকালো রং।'

pf2pdoko

'এবার মেকআপ। সকাল-বিকেল দুবেলা গাঢ় সাজবেন না। আপনাকে দেখার চোখ ক্লান্ত হয়ে পড়বে। বরং, সকালে হাল্কা সাজ যেমন, চোখ ভালো করে এঁকে ঠোঁটে গ্লস দিলেন। চুল পরিপাটি করে বাঁধবেন। কারণ, পুজোয় বৃষ্টির আশংকা আছে। কোনোভাবে ভিজে গেলে কিন্তু সাজটাই মাটি। বিকেলে চোখের পাতায় শিমার দিলেন। ঠোঁট উজ্জ্বল গাঢ় শেডের লিপস্টিকে।'

145g8b58

'অনেকেই বয়স অনুযায়ী সাজার কথা বলেন বা ভাবেন। আমি কিন্তু একে একেবারেই সাপোর্ট করি না। আপনি যা ক্যারি করতে পারবেন সেটাই পরুন। মন খুলে সাজুন। গায়ের রং ফর্সা হলে চোখ বুঁজে সব রঙের পোশাক গায়ে তুলুন। তবে ফর্সাদের প্যাস্টেল শেডে ফ্যাকাশে দেখায়। আর যাঁরা কৃষ্ণাঙ্গী তাঁরা মেটে, মেহেন্দি সবুজ, বটল গ্রিন. চকোলেট ব্রাউন, নেভি ব্লু, ছেড়ে বাকি সব হাসতে হাসতে বেছে নিন। মনে রাখবেন কালোই কিন্তু জগতের আলো।'

.